ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

করিমগঞ্জে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করল প্রশাসন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ২৪ বার

Oplus_16908288

ধন্যবাদ করিমগঞ্জ উপজেলা প্রশাসন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ক্লাস চলাকালীন ও প্রতিষ্ঠান প্রাঙ্গণে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী এ সংক্রান্ত নির্দেশনা রোববার (২৬ অক্টোবর) সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার

নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি শিক্ষার্থীদের মধ্যে স্কুল চলাকালীন সময়ে মোবাইল ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এতে পাঠদান কার্যক্রমে ব্যাঘাত ঘটছে এবং শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হচ্ছে। এজন্য ক্লাসে কিংবা প্রতিষ্ঠান প্রাঙ্গণে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

প্রতিটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারদের নির্দেশনা বাস্তবায়নে কঠোর হতে বলা হয়েছে। প্রয়োজনে অভিভাবকদেরও বিষয়টি অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইউএনও তাহমিনা আক্তার বলেন,

“শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ফেরাতে এবং শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ব্যবহারের কারণে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তাই বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।”

এদিকে উপজেলা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী। তবে কেউ কেউ মত দিয়েছেন, উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষণমূলক প্রয়োজনে সীমিত ব্যবহারের সুযোগ রাখা যেতে পারে।

উল্লেখ্য, মোবাইল ফোন ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের বিষয়টি সম্প্রতি করিমগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনায় উঠে আসে। পরে উপজেলা প্রশাসন দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

করিমগঞ্জে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করল প্রশাসন

আপডেট টাইম : ০৩:৩৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

ধন্যবাদ করিমগঞ্জ উপজেলা প্রশাসন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ক্লাস চলাকালীন ও প্রতিষ্ঠান প্রাঙ্গণে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী এ সংক্রান্ত নির্দেশনা রোববার (২৬ অক্টোবর) সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার

নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি শিক্ষার্থীদের মধ্যে স্কুল চলাকালীন সময়ে মোবাইল ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এতে পাঠদান কার্যক্রমে ব্যাঘাত ঘটছে এবং শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হচ্ছে। এজন্য ক্লাসে কিংবা প্রতিষ্ঠান প্রাঙ্গণে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

প্রতিটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারদের নির্দেশনা বাস্তবায়নে কঠোর হতে বলা হয়েছে। প্রয়োজনে অভিভাবকদেরও বিষয়টি অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইউএনও তাহমিনা আক্তার বলেন,

“শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ফেরাতে এবং শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ব্যবহারের কারণে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তাই বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।”

এদিকে উপজেলা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী। তবে কেউ কেউ মত দিয়েছেন, উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষণমূলক প্রয়োজনে সীমিত ব্যবহারের সুযোগ রাখা যেতে পারে।

উল্লেখ্য, মোবাইল ফোন ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের বিষয়টি সম্প্রতি করিমগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনায় উঠে আসে। পরে উপজেলা প্রশাসন দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেয়।