বাংলাদেশ আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক হয়ে প্রথম দিনেই সরকারি কাজে আগে যোগ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার (২৪ অক্টোবর) সকালে প্রথমে মন্ত্রীসভার বৈঠকে উপস্থিত হন তিনি। বৈঠক শেষে বের হওয়ার সময় আওয়ামী লীগের প্রবীণ দুই নেতা শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তাকে অভিনন্দন জানান।
অভিনন্দন জানানোর পাশাপাশি গত কয়েক বছরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোতে অনু্প্রবেশকারীদের খুঁজে বের করার বিশেষ অনুরোধ জানিয়েছেন ওবায়দুল কাদেরকে। বৈঠকে উপস্থিত একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন আইন, ২০১৬ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
একই বৈঠকে জাতীয় লবণনীতি, ২০১৬-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।