বিএনপির শীর্ষ নেতাদের সদ্যসমাপ্ত চীন সফর ঘিরে রাজনৈতিক মহলে আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে দলটির আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের কৌশল। দেশে ফিরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক এখন আরও শক্তিশালী ও নিবিড় হয়েছে। সফরের মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক যোগাযোগ বাড়ানো এবং ভবিষ্যতের পার্টি-টু-পার্টি সংলাপের ভিত্তি স্থাপন করা।
গত ২২ জুন রাতে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যায়। ২৭ জুন রাত ১০টায় সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএনপি মহাসচিব বলেন, “এই সফর রাজনৈতিক এবং অত্যন্ত সফল ছিল।” তিনি জানান, পলিটব্যুরোসহ শীর্ষ নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং বিএনপি-সিপিসির মধ্যে রাজনৈতিক সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের সম্ভাবনা নিয়ে কথা হয়েছে। চীনের আধুনিকতা ও বৈশ্বিক প্রভাব নিয়েও তিনি ভূয়সী প্রশংসা করেন।
চীনে অবস্থানকালে বিএনপির প্রতিনিধি দল বেইজিংয়ের ‘গ্রেট হল’-এ কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। এরপর তারা দেখা করেন চীনের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী সান ওয়েইদং, আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান লি হংঝংয়ের সঙ্গে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের নেতৃত্বকে স্বাগত জানানোর বিষয়টি উঠে আসে এবং চীনের নেতারা সন্তোষ প্রকাশ করেন।
মির্জা ফখরুল বলেন, “তারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আমন্ত্রণ জানিয়েছেন এবং খুশি হয়েছেন যে তিনিই নেতৃত্ব দিচ্ছেন। আমরাও চীনা নেতাদের আমন্ত্রণ জানিয়েছি, যা তারা গ্রহণ করেছেন।” এছাড়াও দুই বছরের মধ্যে একটি আনুষ্ঠানিক রাজনৈতিক সংলাপ আয়োজনের জন্য চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সমঝোতার আলোচনা হয়।
চীনে অবস্থানকালে প্রতিনিধি দল ‘মিউজিয়াম অব কমিউনিস্ট’, ‘গ্রেট ওয়াল’, চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন, শানসি প্রদেশের জিয়ান স্মার্ট সিটি ও হাইটেক ইন্ডাস্ট্রিজ জোনসহ কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে। সফরে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, উপদেষ্টা সদস্য ইসমাইল জবিহ উল্লাহ, সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার। চীনের গুয়াংজু বিমানবন্দর থেকে ঢাকায় ফেরার সময় ২৭ জুন (রাত ১০টা ৪০ মিনিটে) বিএনপি প্রতিনিধি দলকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইন।