চট্টগ্রাম টেস্টের (২০-২৪ অক্টোবর) চতুর্থ দিন থেকেই সাব্বিরের শারীরে ঝেঁকে বসে গ্যাসট্রিক ও পেটের পীড়ার মতো সমস্যা। ফলে ঢাকা টেস্টে খেলবেন কিনা এ নিয়ে তৈরি হয় আশঙ্কা। এমনকি গত দুদিন অনুশীলনও করেননি সাব্বির।
তবে সাব্বিরকে নিয়ে ভয়ের কিছু নেই বলে জানালেন বিসিবির ফিজিও বায়েজিদ ইসলাম। তিনি জানান, আপাতত তার শারীরিক অবস্থা সন্তোষজনক এবং সিরিজের দ্বিতীয় টেস্টে সেটা কোন নেতিবাচক প্রভাব ফেলবে না।
সাব্বিরের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি গণমাধ্যমকে বলেন, ‘সাব্বির রহমান কয়েকদিন ধরেই গ্যাসট্রিকের সমস্যায় ভুগছিলেন। পেটে ব্যথা হচ্ছিল ওর। তাই চট্টগ্রামেই তাকে পর্যবক্ষণে রাখা হয়েছিল। সেখানে চিকিৎসকও দেখানো হয়েছে। কিছু টেস্টও আমরা করিয়েছি। অ্যাপোলো হাসপাতালে তার এন্ডোসকপি টেস্ট করানো হয়েছে। আমরা যা সন্দহে করেছিলাম, তেমন কোনো সমস্যা নেই। সাধারণ গ্যাসট্রিকের সমস্যা পেপটিক আলসার। চিকিৎসক ওকে কিছু পরার্মশ দিয়েছে।’
বুধবার অনুশীলনে মাঠে না নামলেও বৃহস্পতিবার থেকে তিনি অনুশীলনে নামতে পারবেন বলে জানান বায়েজিদ।