রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদকবিরোধী অভিযানে নারীসহ ৯ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
এদিকে আটকদের মধ্যে ৮ জনকে মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ১০ থেকে ২০ দিনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে অপর এক নারী মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে থানা হেফাজতে পাঠানো হয়েছে।
ইউএনও নাহিদুর রহমান বলেন, ‘ মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।’
উল্লেখ্য, উপজেলায় মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে তা আরও জোরদার করারও কথা জানানো হয়েছে।