প্রিন্স মাহাদ্বীনঃ শিশুদের কল-কাকলি ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে জাতীয় শিশু-কিশোর সংগঠন আমরা কুঁড়ি’র ৩৪বছর পূর্তি ২৩ মে বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন তাছলিমা জাহান রিবা ও নূর ই নাজনীন তৃপ্তি।
আমরা কুঁড়ি’র পরিচালনা পরিষদের চেয়ারম্যান এএসএম কামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা সৈয়দ আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ ও জিয়া শিশু-কিশোর সংগঠনের সভাপতি রাশেদা ওয়াহিদ মুক্তা।
আরো বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান মুশতাক আহম্মদ লিটন ও মহাসচিব ফেরদৌস আরা বন্যা। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, মানস করের পরিচালনায় আমরা কুঁড়ি কিশোরগঞ্জ জেলা শাখার গীতি নৃত্য নাট্য ‘তুষার মালা’।
জাতীয় নৃত্য প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে চমৎকার এ আয়োজন শেষ হয়। কিশোরগঞ্জের নৃত্য প্রতিযোগী নুসাইবা অনাদি তিসমি সাধারণ, লোক ও দলীয় নৃত্যে ১ম স্থান লাভ করে চ্যাম্পিয়ন পুরস্কার অর্জন করে।