পর্দা নামতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের। আজ রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ফাইনালে মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসান-রিশাদ হোসেনদের দল লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্লাডিয়েটর্স। দুইবারের চ্যাম্পিয়ন লাহোরের বিপক্ষে ২০১৯ সালের পর আবারও শিরোপা জিততে চায় কোয়েটা। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, এই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে আছে বড় শঙ্কা।
গতকাল শনিবার লাহোরের কিছু অংশে তীব্র ধুলোঝড়ের পর ভারী বৃষ্টিপাত হয়। আবহাওয়ার হঠাৎ এমন পরিবর্তনের ফলে শহরের তাপমাত্রা কমে যায়। যদিও তার আগে কয়েকদিন শহরটিতে তীব্র তাপপ্রবাহ হয়েছে।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের মতে, রবিবার লাহোরে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে। ফলে, প্রতিকূল আবহাওয়ার কারণে শিরোপা লড়াই ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। যদিও আগেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২৬শে মে সোমবার ফাইনালের জন্য রিজার্ভ ডে যোগ করেছে।
যদি রিজার্ভ ডে’তেও খেলা নিষ্পত্তি করা না যায় তাহলে পিএসএলের নিয়ম অনুযায়ী, লীগ টেবিলে যারা শীর্ষে ছিল, তাদের ঘরেই যাবে শিরোপা। গ্রুপপর্বে ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের সেরা দল ছিল কোয়েটা। যেখানে কালান্দার্স সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করে।
মুখোমুখি লড়াই
এই বছরের পিএসএলে কোয়েটার বিপক্ষে কালান্দার্স প্রথম ম্যাচে ৭৯ রানের জয় পায়। তবে দ্বিতীয় ম্যাচটি টাই হয় তাদের। ২০১৬ সালে লিগ শুরু হওয়ার পর থেকে সবমিলিয়ে, কালান্দার্স এবং গ্ল্যাডিয়েটর্স ২০ বার মুখোমুখি হয়েছে। ১১টি জয় নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে দুইবারের চ্যাম্পিয়ন লাহোর। যেখানে গ্লাডিয়েটর্সের জয় ৮ ম্যাচে।