নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলো ব্যান্ডদল বিজয়। শিরোনাম ‘তোমার চোখের নীল আকাশে’। গানটির কথায় লিখেছেন ‘লিখতে পারি না কোনো গান’খ্যাত গীতিকবি গোলাম মোরশেদ। সুর-সংগীতা করেছেন ব্যান্ডটির ভোকাল ও লিড গিটারিস্ট বিজয় মামুন।
গানটি প্রসঙ্গে ‘যদি বৃষ্টি হতাম’খ্যাত এই গায়ক বলেন, ‘এটা খুবই রোমান্টিক একটা গান। আমরা মূলত স্টেজ শোয়ের কথা মনে রেখেই গানটা করেছি। আমি গীতিকবিকে (গোলাম মোরশেদ) বলেছিলাম, আমরা এমন একটা গান করতে চাই, যে গানটা যেকোনো পরিবেশে, যেকোনো দর্শকের সামনে গাওয়া যাবে। গানের কথাগুলো খুবই সুন্দর, খুব সাধারণ কথায় তিনি গানটা লিখে দিলেন আমাদের। এক অন্তরার একটা গান।’
গত বৃহস্পতিবার গানটি ভিডিও আকারে প্রকাশ হয়েছে ‘গান জানালা’র ইউটিউব চ্যানেলে। এর ভিডিও পরিচালনা ও সম্পাদনা করেছেন আশিক রহমান। আর্টওয়ার্ক করেছেন রিশাদ।
বিজয় মামুন জানান, আসন্ন ঈদুল আজহার পর তাদের আরও একটি নতুন গান প্রকাশ হবে। স্বাধীন মিউজিকের ব্যানারে প্রকাশিতব্য সেই গানের শিরোনাম ‘বন্ধুরে তুই দেখিস আবার’।
বলা দরকার, ২০০৬ সালে বিজয় ব্যান্ডের পথচলা শুরু। দলটির নামকরণ করেছিলেন ব্যান্ড সংগীতের প্রয়াত কিংবদন্তি তারকা আইয়ুব বাচ্চু। ইতিমধ্যেই দলটি ‘এবং আমরা’ ও ‘বিজয়’ নামের দুটি অ্যালবাম প্রকাশ করেছে। এরপর তারা শ্রোতাদের উপহার দেয় ‘নিরবে’, ‘আজ আমাদের ছুটি’, ‘অভিমান’, ‘আজ আবার’ শিরোনামের বেশ কিছু গান।
বর্তমানে বিজয় ব্যান্ডের লাইনআপে আছেন বিজয় মামুন (ভোকাল ও লিড গিটারিস্ট), টুটুল (বেস গিটারিস্ট), জিয়া (লিড গিটারিস্ট), সাহিদ (ড্রামার) ও ব্যান্ড কো-অর্ডিনেটর বিন্দু। প্রথমদিকে বিজয়ের সঙ্গে এই ব্যান্ডে ছিলেন মুরাদ (কি-বোর্ড), মিরাজ (বেস গিটার) ও জনি (ড্রামার)।