চোটের কারণে আরব আমিরাতের বিপক্ষে স্কোয়াডে থেকেও কোনো ম্যাচ খেলা হয়নি সৌম্য সরকারের। এবার পাকিস্তান সিরিজ থেকেও ছিটকে গেলেন টপ অর্ডার এই ব্যাটার। তার পরিবর্তে ডাক পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
গত এক সপ্তাহ ধরেই পিঠের চোটে ভুগছেন সৌম্য। তাই পাকিস্তান সফর থেকে তার ছিটকে যাওয়ার খবর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে বলা হয়েছে, ‘মেডিকেল বিভাগের মূল্যায়নের পর আমরা বুঝতে পেরেছি সৌম্যর পুনর্বাসনে আর ১০-১২ দিন সময় লাগতে পারে। এর মানে হলো আগামী সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তাকে পাওয়া যাবে না।’
মিরাজকে দলে নেওয়া অবশ্য সহজই হয়েছে বাংলাদেশের জন্য। কারণ, পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে এরই মধ্যে পাকিস্তানে আছেন তিনি। এরই মধ্যে ডাক পেলেন জাতীয় দলে। এখন পর্যন্ত দেশের হয়ে ২৯ টি-টোয়েন্টি খেলে ১৪ উইকেট ও ৩৫৪ রান করেছেন মিরাজ।
এর আগে, বিপিএলে টুর্নামেন্টসেরা হয়েও বাংলাদেশ দলে জায়গা না পাওয়ায় মন খারাপ হওয়ার কথা বলেছিলেন মিরাজ। সৌম্যর চোটে ভাগ্য খুলে যাওয়ায় এখন মন বেশ ফুরফুরা থাকারই কথা এই অলরাউন্ডারের।