ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ২৮ বার
ওয়াশিংটন ডিসির একটি ইহুদি জাদুঘরের বাইরে দুই ইসরায়েলি দূতাবাসকর্মীকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে বলে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম জানিয়েছেন। বিবিসির সংবাদ অংশীদার সিবিএসকে সূত্র জানিয়েছে, ক্যাপিটাল ইহুদি জাদুঘরের একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।

স্থানীয় সময় রাত ৯টা ০৫ মিনিটে এফ স্ট্রিটস এনডব্লিউ-এর কাছাকাছি এই গুলি চালানোর ঘটনা ঘটে।

ওই এলাকায় অসংখ্য পর্যটন স্থান, জাদুঘর এবং সরকারি ভবন রয়েছে, যার মধ্যে এফবিআইয়ের ওয়াশিংটন ফিল্ড অফিসও রয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, গুলি চালানোর সময় ইসরায়েলি দূতাবাসের একাধিক কর্মচারী একটি জাদুঘরের অনুষ্ঠানে ছিলেন।নোয়াম এক্স-এ পোস্ট করে বলেছেন, ‘আমরা সক্রিয়ভাবে তদন্ত করছি এবং তথ্য সংগ্রহ করার জন্য কাজ করছি। দয়া করে ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য প্রার্থনা করুন।

আমরা এই বিকৃত অপরাধীকে বিচারের আওতায় আনব।’জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এ ঘটনাকে ‘ইহুদিবিরোধী সন্ত্রাসবাদের একটি জঘন্য কাজ’ বলে অভিহিত করেছেন। রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এক্সে লিখেছেন, ‘কূটনীতিক এবং ইহুদি সম্প্রদায়ের ক্ষতি করে একটি লাল রেখা অতিক্রম করা হয়েছে। আমরা নিশ্চিত যে মার্কিন কর্তৃপক্ষ এই অপরাধমূলক কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

এ ঘটনার পর পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে এবং শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের একজন পুরুষ ও একজন নারী হিসেবে শনাক্ত করা হয়েছে, তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। হামলাকারীর খোঁজ চলছে। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস সূত্র জানিয়েছে,  সন্দেহভাজন ব্যক্তি নীল জিন্স এবং নীল জ্যাকেট পরা একজন পুরুষ।

ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য অনেক ইহুদি প্রতিষ্ঠানের মতো ক্যাপিটাল ইহুদি জাদুঘরও নিরাপত্তা সংক্রান্ত সমস্যার মুখোমুখি হয়েছে।

নির্বাহী পরিচালক বিট্রিস গুরউইটজ বুধবার হামলার আগে একটি পৃথক সংবাদ প্রতিবেদনে এনবিসি নিউজকে বলেন, ‘শহরজুড়ে, সারা দেশে ইহুদি প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।’সূত্র : বিবিসি
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা

আপডেট টাইম : ১০:৫৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
ওয়াশিংটন ডিসির একটি ইহুদি জাদুঘরের বাইরে দুই ইসরায়েলি দূতাবাসকর্মীকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে বলে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম জানিয়েছেন। বিবিসির সংবাদ অংশীদার সিবিএসকে সূত্র জানিয়েছে, ক্যাপিটাল ইহুদি জাদুঘরের একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।

স্থানীয় সময় রাত ৯টা ০৫ মিনিটে এফ স্ট্রিটস এনডব্লিউ-এর কাছাকাছি এই গুলি চালানোর ঘটনা ঘটে।

ওই এলাকায় অসংখ্য পর্যটন স্থান, জাদুঘর এবং সরকারি ভবন রয়েছে, যার মধ্যে এফবিআইয়ের ওয়াশিংটন ফিল্ড অফিসও রয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, গুলি চালানোর সময় ইসরায়েলি দূতাবাসের একাধিক কর্মচারী একটি জাদুঘরের অনুষ্ঠানে ছিলেন।নোয়াম এক্স-এ পোস্ট করে বলেছেন, ‘আমরা সক্রিয়ভাবে তদন্ত করছি এবং তথ্য সংগ্রহ করার জন্য কাজ করছি। দয়া করে ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য প্রার্থনা করুন।

আমরা এই বিকৃত অপরাধীকে বিচারের আওতায় আনব।’জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এ ঘটনাকে ‘ইহুদিবিরোধী সন্ত্রাসবাদের একটি জঘন্য কাজ’ বলে অভিহিত করেছেন। রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এক্সে লিখেছেন, ‘কূটনীতিক এবং ইহুদি সম্প্রদায়ের ক্ষতি করে একটি লাল রেখা অতিক্রম করা হয়েছে। আমরা নিশ্চিত যে মার্কিন কর্তৃপক্ষ এই অপরাধমূলক কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

এ ঘটনার পর পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে এবং শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের একজন পুরুষ ও একজন নারী হিসেবে শনাক্ত করা হয়েছে, তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। হামলাকারীর খোঁজ চলছে। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস সূত্র জানিয়েছে,  সন্দেহভাজন ব্যক্তি নীল জিন্স এবং নীল জ্যাকেট পরা একজন পুরুষ।

ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য অনেক ইহুদি প্রতিষ্ঠানের মতো ক্যাপিটাল ইহুদি জাদুঘরও নিরাপত্তা সংক্রান্ত সমস্যার মুখোমুখি হয়েছে।

নির্বাহী পরিচালক বিট্রিস গুরউইটজ বুধবার হামলার আগে একটি পৃথক সংবাদ প্রতিবেদনে এনবিসি নিউজকে বলেন, ‘শহরজুড়ে, সারা দেশে ইহুদি প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।’সূত্র : বিবিসি