পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে সরকার অবসরে পাঠাচ্ছে বলে গুঞ্জন উঠেছে। তবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানালেন, অবসর কিংবা সরকার তাকে সরিয়ে দিচ্ছে না বরং জসীম উদ্দিন নিজেই পররাষ্ট্র সচিব পদ থেকে সরে যাচ্ছেন। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে করা ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে অবসরে পাঠানো হয়েছে কি না, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পররাষ্ট্র সচিব জসীম নিজেই এই অবস্থান থেকে সরে যেতে চান। তার দায়িত্ব পরিবর্তন হবে। আগামী দু-এক দিনের মধ্যেই উনি দায়িত্ব ছেড়ে দেবেন।’
পররাষ্ট্র সচিব কেন চলে যাচ্ছেন বা আপনারা কেন চলে যেতে দিচ্ছেন- এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘এইটা আসলে এক্সেপ্লেইন (ব্যাখ্যা) করার মতো না। বিভিন্ন কারণে মানুষ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন এবং তেমন কিছু কারণে হতে পারে।’
আপনার মন্ত্রণালয়ে একজনকে (সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমান) নিয়োগ দেওয়া হয়েছিল প্রতিমন্ত্রী মর্যাদায়। তিনি মন্ত্রণালয়ে আসেন না, বসেননি। উনি আছেন কি না আদৌও?- এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘উনি এখন পর্যন্ত যোগ দেননি। সরকারের সিদ্ধান্ত যখন হবে তখন যোগ দেবেন অথবা দেবেন না।’