জেলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে আওয়ামী দোসরদের বিচারের দাবিতে মঙ্গলবার (২০ মে) দুপুরে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চার রাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল হেলিম ভুলু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জাহাঙ্গীরপুর সাবেক ইউপি চেয়ারম্যান মাশরিকুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান শেখ মানিক, পৌর বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান সম্রাট, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আল মনসুরুল আলম আরিফ, সাবেক যুগ্ম আহবায়ক ফজলে এলাহি টুটন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের আজাদ, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব এনামুল হক প্রমূখ।