কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শরীফুল ইসলাম নিশাদকে সভাপতি ও রেদোয়ান রহমান ওয়াকিউরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদল পাঁচ সদস্যবিশিষ্ট নতুন এই আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নতুন এই কমিটিতে আব্দুল্লাহ আল মামুনকে সিনিয়র সহসভাপতি, রাফিউল ইসলাম নওসাদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. জাকির হোসেন রাজীবকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শরীফুল ইসলাম নিশাদ জেলা ছাত্রদলের আগের কমিটির সাংগঠনিক সম্পাদক এবং রেদোয়ান রহমান ওয়াকিউর সিনিয়র সহ-সভাপতি ছিলেন।