এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ ম্যাচ দিয়েই ঘরের মাঠে অভিষেক হবে হামজা চৌধুরীর। এর আগে গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে লাল-সবুজ জার্সিতে প্রথম খেলেছিলেন ইংলিশ লিগে খেলা এই তারকা।
তবে ঘরের মাঠে অভিষেকের জন্য মুখিয়ে রয়েছেন হামজা। তাই এবার একটু আগেভাগেই ঢাকায় আসছেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা যায়, ৩১ মে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। হামজা ১ বা ২ জুন ঢাকায় এসে ক্যাম্পে যোগ দেবেন।
ভারতের বিপক্ষে অভিষেকের পর দেশে ফিরেছিলেন হামজা। তবে বেশি সময় থাকেননি। বিমান ধরেছেন লন্ডনের। যাওয়ার আগে লাল-সবুজের সুপারস্টার বলেছেন, ‘সবকিছুর জন্য শুধুই ধন্যবাদ। যা হয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ, জুনে আবারও আসব। আমার শারীরিক সুস্থ্যতা এবং সন্তানের জন্য দোয়া করবেন। জুনের দুটি বড় ম্যাচের সময় দেখা হবে।’
এশিয়ান কাপ বাছাই ম্যাচের আগে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজার মাথায় এখন শুধু ২৪ মে সান্ডারল্যান্ডের বিপক্ষে প্লে-অফের ফাইনাল। সেটি টপকাতে পারলেই তার দল নিশ্চিত করবে প্রিমিয়ার লিগে খেলা। তবে লেস্টার সিটি থেকে ধারে খেলা হামজা কি শেফিল্ডেই খেলবেন, তা এখনও নিশ্চিত নয়।