ইতালি থেকে চাচাতো বোনের বিয়েতে এসে সড়কে প্রাণ গেলো দুই চাচাতো ভাইয়ের। চাঁদপুর শহরের পুরানবাজারে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে তারা প্রাণ হারিয়েছেন।
সোমবার (৩ মার্চ) রাত ১১টার দিকে পুরানবাজার গার্লস স্কুলের সামনে এই ঘটনা ঘটে।
নিহত অভি (১৭) পুরান বাজারের বাসিন্দা আব্দুস সালামের ছেলে এবং নিলয় (২০) একই এলাকার মো. সেলিমের ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই।
স্থানীয়রা ও নিহতদের স্বজনরা জানান, তারা দুজনই ইতালি প্রবাসী। গত ১১ ফেব্রুয়ারি রোজা ও ঈদের ছুটিতে চাঁদপুর আসেন। সোমবার রাতে তারা দুজন একটি মোটরসাইকেল নিয়ে বের হয়ে নতুন বাজার মার্কেটে শার্ট কেনার জন্য রওনা হন। এ সময় গার্লস স্কুলের কাছে ইত্যাদি মেশিনারিজ দোকানের সামনে দ্রুতগতিতে একটি সাইকেলকে পাস কাটিয়ে যাওয়ার সময় প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানের নিচে মোটরসাইকেলসহ পড়ে গেলে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই অভি মারা যান। আর নিলয়কে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে পথে তারও মৃত্যু হয়।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, ঘটনার পর থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান দুটি মরদেহের সুরতহাল করেছেন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও কাভার্ডভ্যান জব্দ করে থানায় আনা হয়েছে। কাভার্ডভ্যানের চালক পালিয়েছেন। তবে হেলপার ইসমাইল হোসেন থানা হেফাজতে আছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।