ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্থানান্তর ও কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ইটনায় এ প্লাস ক্যাম্পেইন অবহিত করন সভা অনুষ্ঠিত ইউক্রেন যুদ্ধ বন্ধ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেরামতে যেসব শর্ত দিলেন পুতিন রান্না শেখাচ্ছেন পড়শী, ঈদে দেখা যাবে অভিনয় আর গানে শিমের রাজ্য সীতাকুণ্ড ২১০ কোটি টাকার শিম উৎপাদন, কৃষকের হাসি জাতিসংঘ, মহাসচিব, ড. মুহাম্মদ ইউনূস আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব হাসপাতাল থেকে শিশু চুরি অবশেষে মায়ের কোলে ফিরল সায়ান হরেদরে সবাইকে শাহবাগী বলা বন্ধ করতে হবে: মাহফুজ আলম পেঁয়াজের দাম না পেয়ে লোকসানের শঙ্কায় পাবনার চাষিরা পাচারকালে নারী শিশুসহ ১৮ রোহিঙ্গা উদ্ধার, দালাল আটক

সাবেক এমপিদের বিদেশি নাগরিকত্বের খোঁজে সরকার, মিলেছে ২৪ জনের তথ্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ৬ বার
সাবেক সংসদ সদস্যদের (এমপি) বিদেশি নাগরিকত্বের অনুসন্ধান শুরু করেছে অন্তর্বর্তী সরকর। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়কার এমপি-মন্ত্রীদের কাদের বিদেশি নাগরিকত্ব বা রেসিডেন্স কার্ড রয়েছে তা জানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সরকারের সময়ে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন মেয়াদে মন্ত্রী, উপদেষ্টা ও এমপি ছিলেন, এমন ২৪ জনের দ্বৈত নাগরিকত্ব এবং কারো কারো গ্রিন কার্ড থাকার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আইন অনুযায়ী, কোনো ব্যক্তি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করলে তিনি এমপি বা মন্ত্রী হতে পারবেন না।

কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের এমপি-মন্ত্রীদের অনেকেই এই আইনের তোয়াক্কা করেননি।দ্বৈত নাগরিকত্ব নেওয়া এমন ব্যক্তির সংখ্যা কত, সেটি জানতে গত ২৩ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিদেশি নাগরিকত্বের তথ্য গোপন করে নির্বাচনে অংশগ্রহণ এবং পরে মন্ত্রী-এমপি হওয়া ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহে বিদেশে বাংলাদেশ মিশন-দূতাবাসের সহযোগিতা প্রয়োজন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অনুসন্ধানের অংশ হিসেবে ১৮৮টি দেশে বাংলাদেশ দূতাবাস-মিশনে চিঠি পাঠানো হচ্ছে।

সাবেক এসব এমপির কারো বিদেশি নাগরিকত্ব বা রেসিডেন্স কার্ড থাকার প্রমাণ মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান গোপনে সাইপ্রাসের নাগরিকত্ব নিয়েছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের বেলজিয়ামের ‘রেসিডেন্স কার্ড’ রয়েছে। সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যুক্তরাজ্যের নাগরিক।

সাবেক দুই প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও জুনাইদ আহমেদ পলকের যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড রয়েছে।দুদকের তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে মো. তাজুল ইসলাম, সাইফুজ্জামান চৌধুরী, খালিদ মাহমুদ চৌধুরী ও মাহবুব আলীরও যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের কোনো নাগরিক বিদেশি নাগরিকত্ব নিতেই পারেন। বিদেশি নাগরিকত্ব নিলেও বাংলাদেশের নাগরিকত্ব বহাল থাকে। তবে সরকারি চাকরি, সংসদ সদস্য হতে গেলে বিদেশি নাগরিকত্ব থাকা চলবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের মূল লক্ষ্য বিদেশি নাগরিকত্বের তথ্য গোপন করে কতজন এমপি-মন্ত্রী হয়েছেন, সেটি আগে জানা। এরপর তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ইটনায় জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্থানান্তর ও কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন

সাবেক এমপিদের বিদেশি নাগরিকত্বের খোঁজে সরকার, মিলেছে ২৪ জনের তথ্য

আপডেট টাইম : ১১:১৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
সাবেক সংসদ সদস্যদের (এমপি) বিদেশি নাগরিকত্বের অনুসন্ধান শুরু করেছে অন্তর্বর্তী সরকর। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়কার এমপি-মন্ত্রীদের কাদের বিদেশি নাগরিকত্ব বা রেসিডেন্স কার্ড রয়েছে তা জানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সরকারের সময়ে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন মেয়াদে মন্ত্রী, উপদেষ্টা ও এমপি ছিলেন, এমন ২৪ জনের দ্বৈত নাগরিকত্ব এবং কারো কারো গ্রিন কার্ড থাকার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আইন অনুযায়ী, কোনো ব্যক্তি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করলে তিনি এমপি বা মন্ত্রী হতে পারবেন না।

কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের এমপি-মন্ত্রীদের অনেকেই এই আইনের তোয়াক্কা করেননি।দ্বৈত নাগরিকত্ব নেওয়া এমন ব্যক্তির সংখ্যা কত, সেটি জানতে গত ২৩ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিদেশি নাগরিকত্বের তথ্য গোপন করে নির্বাচনে অংশগ্রহণ এবং পরে মন্ত্রী-এমপি হওয়া ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহে বিদেশে বাংলাদেশ মিশন-দূতাবাসের সহযোগিতা প্রয়োজন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অনুসন্ধানের অংশ হিসেবে ১৮৮টি দেশে বাংলাদেশ দূতাবাস-মিশনে চিঠি পাঠানো হচ্ছে।

সাবেক এসব এমপির কারো বিদেশি নাগরিকত্ব বা রেসিডেন্স কার্ড থাকার প্রমাণ মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান গোপনে সাইপ্রাসের নাগরিকত্ব নিয়েছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের বেলজিয়ামের ‘রেসিডেন্স কার্ড’ রয়েছে। সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যুক্তরাজ্যের নাগরিক।

সাবেক দুই প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও জুনাইদ আহমেদ পলকের যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড রয়েছে।দুদকের তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে মো. তাজুল ইসলাম, সাইফুজ্জামান চৌধুরী, খালিদ মাহমুদ চৌধুরী ও মাহবুব আলীরও যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের কোনো নাগরিক বিদেশি নাগরিকত্ব নিতেই পারেন। বিদেশি নাগরিকত্ব নিলেও বাংলাদেশের নাগরিকত্ব বহাল থাকে। তবে সরকারি চাকরি, সংসদ সদস্য হতে গেলে বিদেশি নাগরিকত্ব থাকা চলবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের মূল লক্ষ্য বিদেশি নাগরিকত্বের তথ্য গোপন করে কতজন এমপি-মন্ত্রী হয়েছেন, সেটি আগে জানা। এরপর তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’