মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রীর ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস নিয়ে মো. শরিফ মিয়া (৩৫) নামের এক প্রবাসী আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার তিল্লি ইউনিয়নের চর পাঁচুটিয়া গ্রামে নিজ ঘরে শরিফের ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
স্থানীয়দের ধারণা স্ত্রী পরকীয়ায় জড়িত থাকায় শরিফ আত্মহত্যা করেছেন। পুলিশের বলছে, পারিবারিক কলহের কারণে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
শরিফ মিয়া চর পাঁচুটিয়া গ্রামের হযরত মন্ডলের ছেলে। তিনি চলতি বছরের জানুয়ারি মাসের ২৪ তারিখে সৌদি আরব থেকে দেশে আসেন।
স্থানীয়রা জানান, পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরাতে তিন বছর আগে সৌদি আরব যান শরিফ। শরিফ সৌদি আরব থাকাবস্থায় স্ত্রী রুনা আক্তার পরকীয়ায় জড়িয়ে পড়ে। ইতোমধ্যে রুনা পরকীয়া প্রেমিকের সঙ্গে তিন দিন নিরুদ্দেশ ছিলেন। এ নিয়ে স্ত্রী রুনার সঙ্গে শরিফের পারিবারিক বিরোধ চলে আসছিল। একপর্যায়ে শরিফ মানসিক অশান্তি থেকে রাতে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তিল্লি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরিফুল ইসলাম ধলা বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। পরিবারের ধারণা পরকীয়ার জেরে আত্মহত্যা করতে পারে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারে। এ ঘটনায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।