সাভারের আশুলিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় শিউলি আক্তার (৩২) নামের একজন মারা গেছেন। জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারিইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
গতকাল শনিবার দিবাগত রাত ৩টা ২৫ মিনিটের দিকে তিনি মারা যান।
সত্যতা নিশ্চিত করে জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, ‘তার শরীরের ৯৫% দগ্ধ হয়ে গিয়েছিল।’
প্রসঙ্গত, সাভারের আশুলিয়ায় শবে বরাত উপলক্ষ্যে পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়। গত শুক্রবার রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ওই দিন রাতেই তাদের সবাইকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দগ্ধদের মধ্যে এখনো ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন বলেন, ‘দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
দগ্ধদের মধ্যে অন্যান্যরা হলেন সুমন মিয়া (৩০), সূর্য্য বানু (৫৫), জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (০৭), সোয়ায়েদ (০৪) ও সুরাহা (০৩)।