গাজীপুরে টঙ্গীতে ট্রেনের ধাক্কায় মরিয়ম আক্তার তারিন(২২) নামে একগৃহবধুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
পুলিশ জানায়, শনিবার সকালে টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তিনি আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত গৃহবধূ টঙ্গীর বনমালা এলাকার আলামিন জাফরুলের স্ত্রী বলে জানা যায়।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রেনের ধাক্কায় গৃহবধূ মৃত্যুর ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’