সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে শোক জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারী।
আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজহারী লেখেন, ‘সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফ আল্লাহর জিম্মায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সর্বজন শ্রদ্ধেয় একজন ন্যায় বিচারক ছিলেন। দেশ ও মানবতার কল্যাণে ছিলেন নিবেদিত প্রাণ। আল্লাহ তাআলা তাঁর প্রতি রহম করুন, তাঁকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।’
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ আজ সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, কিডনি ও বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন আবদুর রউফ। তিনি দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।