খাদিজার বাঁচার সম্ভাবনা বেড়েছে

ছাত্রলীগ নেতা বদরুল আলমের নৃশংসতার শিকার খাদিজা আক্তার নার্গিসের বাঁচার সম্ভাবনা বেড়েছে। তবে তার সর্বশেষ শারীরিক অবস্থা জানা যাবে শুক্রবার বিকালে।

চিকিৎসক রেজাউস সাত্তার জানিয়েছেন, ‘খাদিজার বাঁচার সম্ভাবনা ৫ ভাগ থেকে বেড়ে ১৫ ভাগে উঠেছে। তবে ৭২ ঘন্টা শেষেই আমরা তার প্রকৃত অবস্থাটা বলতে পারব।’

খাদিজার মস্তিস্কে অস্ত্রোপচারের পর রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছিলেন, ৭২ ঘণ্টা পার হওয়ার পর তার অবস্থা জানা যাবে। সেটি সময়সীমা বিকালে শেষ হচ্ছে।

অবশ্য শুক্রবার সকাল পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে থাকা খাদিজার অবস্থা অপরিবর্তনীয়। কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে বেঁচে থাকা খাদিজার শারীরিক অবস্থার অবনতি না হলেও তেমন কোনো উন্নতি নেই।

খাদিজার চাচা আব্দুল কুদ্দুস জানান, চিকিৎসকদের বেঁধে দেয়া সময় পার হবার পর বিকালে খাদিজার অবস্থা জানা যাবে।
এদিকে স্কয়ার হাসপাতালের ইন্টারনাল মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরিচালক ডা. মীর্জা নাজিম উদ্দিন জানিয়েছেন, চিকিৎসকরা খাদিজাকে বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। তবে লাইফ সাপোর্টে থাকা খাদিজার শারীরিক অবস্থার অবনতি বা উন্নতি সম্পর্কে নিশ্চিত হতে হয়তো শনিবার পর্যন্ত সময় লাগতে পারে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর