বিএনপি কোনো দিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না

প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। এরশাদ বলেন, আগামী সাধারণ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং জাপা তাতে অংশগ্রহণ করবে। তিনি আজ রংপুরে মাজেদা খাতুন মহিলা কলেজের মিলনায়তন সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। সিলেটের হযরত শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনী প্রচারণার কার্যক্রম এখন থেকেই শুরু হয়েছে বলে জানিয়েছেন জাপা চেয়ারম্যান এরশাদ।

এরশাদ বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকতে আমার এবং দলের ওপর যে অন্যায় করেছে, আজ তারই খেসারত দিতে হচ্ছে। প্রকৃতি প্রদত্ত শাস্তি ভোগ করছে। বিএনপি আর যাই করুক, কোনো দিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না।’

এ সময় উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আকতার, যুগ্ম-মহাসচিব হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, জেলা আহবায়ক মোস্থাফিজুর রহমান মোস্থাফিজসহ রংপুর জেলা জাপার নেতা-কর্মীগন। আজ দুপুরে তিন দিনের সফরে রংপুর পৌঁছেন এরশাদ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর