অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশ সুপার নিহার রঞ্জন হাওলাদাকে আগামী ১ বছরের জন্য বেতন গ্রেডের নিম্নতর ধাপে ‘অবনমিতকরণ’-এর দণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে তার এই বেতন সমন্বয় করা হবে না বলেও জানানো হয়েছে।
গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখার তৎকালীস সিনিয়র সচিব আবদুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আজ বুধবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, নিহার রঞ্জন হাওলাদারের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ বিধিমালার ৩(খ) ও ৩ (ঘ) বিধি অনুসারে যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতি পরায়ণতা’র অভিযোগ প্রমাণিত হয়েছে।
প্রজ্ঞাপন থেকে আরও জানা যায়, কারণ দর্শানোর জবাব (১ম ও ২য়), তদন্ত প্রতিবেদন এবং অন্যান্য দলিলপত্রাদি পর্যালোচনায় তার বিরুদ্ধে আনা অসদাচরণ ও দুর্নীতি পরায়ণতার অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৪(২)-এর উপ-বিধি (১) (ঘ) অনুযায়ী তাকে আগামী ১ বছরের জন্য বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণের দণ্ড দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এই বেতন সমন্বয় করা হবে না।