বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ান বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) খেলেছিলেন এই তারকা। এবার অনিয়মের কারণে সেই টুর্নামেন্টটি নিষিদ্ধ করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। খবর ক্রিকবাজের।
চলতি বছরই যাত্রা শুরু করে যুক্তরাষ্ট্রের এনসিএল। সেখানে লস অ্যাঞ্জেল ওয়েভসের অধিনায়কত্ব করেছেন সাকিব। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ক্রিকেটকে নিষিদ্ধের ব্যাপারটি জানিয়ে দিয়েছে আইসিসি। সংস্থাটির সভাপতি হিসেবে ভারতের জয় শাহর দায়িত্ব গ্রহণের পরপরই এমন কঠোর সিদ্ধান্ত এলো।
আইসিসির নিয়ম অনুযায়ী, এনসিএলে কমপক্ষে ৭ জন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার খেলাতে হবে। সেখানে অনেক ম্যাচেই খেলানো হয়েছে ৬-৭ জন বিদেশি খেলোয়াড়কে। ওয়াহাব রিয়াজ ও টাইমাল মিলসের মতো পেসারদের করতে হয়েছে স্পিন বল। এর কারণ, বিপদজনক মাঠ। শারীরিক ক্ষতি এড়াতেই তাদের পেস বল করতে দেওয়া হয়নি।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আইসিসি এই টুর্নামেন্টটির বিদেশি খেলোয়াড়দের পরিচালনা এবং মার্কিন অভিবাসন আইনের সম্ভাব্য লঙ্ঘনের বিষয়ে উদ্বেগের কথাও জানিয়েছে। প্রায় ছয়টি দল নিয়ে শুরু হওয়া এই আমেরিকান ক্রিকেট টুর্নামেন্টের জন্য স্পোর্টস ক্যাটাগরির ভিসা স্পনসর করতে হতো। তাতে খরচ হতো প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা। কিন্তু খেলোয়াড়রা টুর্নামেন্টে অংশ নিতে বৈধ স্পোর্টস ভিসা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেনি।
যুক্তরাষ্ট্রের এনসিএল টুর্নামেন্টে ওয়াসিম আকরাম ও ভিভ রিচার্ডসদের মতো কিংবদন্তি ক্রিকেটারদের শুভেচ্ছাদূত করা হয়েছিল। টুর্নামেন্টের অংশীদার বানানো হয়েছিল ভারতের দুই কিংবদন্তি সুনীল গাভাস্কার ও শচীন টেন্ডুলকার। তারপরও টুর্নামেন্টটি ১ বছর না হতেই হুমকির মুখে পড়লো। মাঠে ও মাঠের বাইরে টুর্নামেন্টটির অনেক সমস্যা আছে বলেও জানিয়েছে