১৯৮৬ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত গেজেট অনুযায়ী ঢাকা শহরে ৬ হাজার ৪৬৮টি পরিত্যক্ত বাড়ি রয়েছে। এর মধ্যে ‘ক’ তালিকাভুক্ত ৫ হাজার ২৫টি। এগুলোর মধ্যে আবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জন্য সংরক্ষিত ২৪৩টি। এ সব বাড়ির মধ্যে ২ হাজার ৬৯৭টি বিক্রি করা হয়েছে। এ ছাড়া, আদালতের নির্দেশে ১ হাজার ১৫টি বাড়ি অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সেলিনা বেগমের এক প্রশ্নের জবাবে গৃহায়ণমন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
আয়েন উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী মোশাররফ হোসেন জানান—আধুনিক নগরায়ণের জন্য পাবলিক-প্রাইভেট পার্টনারর্শিপের (পিপিপি) ভিত্তিতে আবাসিক এলাকা গড়ে তোলার পরিকল্পনা আছে। ইতোমধ্যে মিরপুর কালশিতে ‘মিরপুর ইন্টিগ্রেটেড টাউনশিপ ডেভেলপমেন্ট’ শীর্ষক পাইলট প্রকল্পটি পিপিপির মাধ্যমে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। প্রকল্পটির জন্য ইনভেস্টর (বিনিয়োগকারী) নির্বাচনের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে। চলতি বছর অর্থাত্ ২০১৫ সালের ডিসেম্বর নাগাদ নির্বাচিত বিনিয়োগকারীকে কার্যাদেশ প্রদান এবং তাদের সাথে চুক্তি করা হবে।