জো বাইডেন চাইলেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন কমালা হ্যারিস। তবে এ জন্য তাকে আগামী ৩০ দিনের মধ্যে পদত্যাগ করতে হবে। আর তা সাময়িক হলেও করার পরামর্শ দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির সাবেক কর্মকর্তা জামাল সিমন্স।
তিনি কমালা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার সুযোগ দিতে বাইডেনকে অনুরোধ করেছেন। এ জন্য বাইডেনকে তার শেষ প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে সিমন্স লেখেন, ‘জো বাইডেন অসাধারণ প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তিনি চাইলে তার শেষ প্রতিশ্রুতি পূরণ করতে পারেন। আর তা হলো নিজে পদত্যাগ করে কমালাকে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ দেওয়া।’
রবিবার সিএনএনের টক শো ‘সিচুয়েশন রুম’-এ সিমন্স বলেন, ‘জো বাইডেন একজন অসাধারণ প্রেসিডেন্ট এবং তিনি অনেক প্রতিশ্রুতি পূরণ করেছেন। তবে একটি প্রতিশ্রুতি এখনও বাকি রয়েছে, যা তিনি চাইলেই পূরণ করতে পারেন। আগামী ৩০ দিনের মধ্যে তিনি পদত্যাগ করলে কমালা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন।’
উল্লেখ্য, ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান ৬০ বছর বয়সী ডেমোক্রেট প্রার্থী এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।