যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর নতুন প্রশাসনে সম্ভাব্য কর্মকর্তাদের বাছাই করছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার মনোনীত ব্যক্তিদের নিয়ে ইতোমধ্যে বিতর্ক দেখা দিয়েছে। এর মধ্যে অ্যাটর্নি জেনারেল হিসেবে ট্রাম্প যাকে বাছাই করেছেন, সেই ম্যাট গেটজের বিরুদ্ধে উঠেছে যৌন কেলেঙ্কারির অভিযোগ।
সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, মার্কিন প্রতিনিধি পরিষদের নৈতিকতাবিষয়ক কমিটিতে (এথিকস কমিটি) দুই নারী অভিযোগ করেছেন, যৌন সুবিধা দেওয়ার বিনিময়ে গেটজ তাদের অর্থ দিয়েছেন। গত সোমবার সিএনএনের এরিন বারনেট আউটফ্রন্ট অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ওই দুই নারীর এক আইনজীবী জোয়েল লেপার্ড এ তথ্য জানিয়েছেন। তবে গেটজ এমন অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে আইনজীবী লেপার্ড জানিয়েছেন, তার মক্কেলের ধারণা- ঘটনার সময় তার বান্ধবী যে অপ্রাপ্তবয়স্ক ছিলেন, তা গেটজ জানতেন না। যৌন নিপীড়নের অভিযোগের ভিত্তিতে গেটজের বিরুদ্ধে তদন্ত চালিয়েছিল নৈতিকতাবিষয়ক কমিটি।
কিন্তু ট্রাম্প তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নেওয়ায় কার্যত সে তদন্তের সমাপ্তি ঘটেছে।
এথিকস কমিটি ‘অপ্রাপ্তবয়স্ক’ ওই নারীরও বক্তব্য শুনেছে। ওই নারী নিজেও বলেছেন, ১৭ বছর বয়সে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন গেটজ। কংগ্রেসের তদন্তের ব্যাপারে জানা আছে, এমন দুটি সূত্র এ তথ্য জানিয়েছে।