ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পাহাড়-আকাশের মেলবন্ধন বিছানাকান্দি সিলেটে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ২৪ বার
সিলেটের বিছানাকান্দি থেকে প্রায় ১০০ গজ দূরে থাকা লাল পতাকাগুলো জানান দেয় পাশেই ভারত।
মেঘালয়ের পাহাড় থেকে ছোটবড় পাথরের ওপর দিয়ে ছুটে আসা স্বচ্ছ পানির স্রোতধারা সৃষ্টি করেছে এক মনোরম পরিবেশ, যা হতে পারে ভ্রমণপিপাসুদের জন্য এক আকর্ষণীয় স্থান।
পাথর, পানি, পাহাড় আর আকাশ নিয়েই যেন বিছানাকান্দি। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসতে হবে বিছানাকান্দিতে।
কীভাবে যাবেন বিছানাকান্দিতে
সিলেটে আপনি ট্রেনে বা বাসে করে যেতে পারেন। সিলেট শহরের যেকোনো প্রান্ত থেকে রিজার্ভ করা সিএনজি নিয়ে যেতে হবে হাদার বাজার, ভাড়া নেবে বড়জোর ৫০০ টাকা।
সিলেটের আম্বরখানা থেকেও যাওয়া যায় আলাদাভাবে। সেখানে প্রতি সিএনজিতে চারজন করে নেওয়া হয় হাদার বাজার পর্যন্ত। ভাড়া জনপ্রতি ৮০ টাকা। সময় লাগবে দেড় ঘণ্টার মতো। হাদার বাজার নেমে নৌকা ঠিক করতে হবে বিছানাকান্দি পর্যন্ত। ভাড়া নেবে ৪০০-৫০০ টাকা আপডাউন। স্থানীয়রা ইদানীং পর্যটক বেশি দেখে নৌকার কৃত্রিম সংকট সৃষ্টি করে নৌকা ভাড়া বেশি নিচ্ছে।
সে ক্ষেত্রে ৮০০-১০০০ টাকা লাগতে পারে। দামাদামি করে উঠবেন, কারণ হাদার বাজার থেকে বিছানাকান্দির দূরত্ব খুব একটা বেশি নয়। ইঞ্জিনচালিত নৌকায় যেতে সর্বোচ্চ ২০ মিনিট লাগে।
কোথায় থাকবেন
সিলেট শহরে এখন অনেক উন্নতমানের হোটেল রয়েছে। বিছানাকান্দিতে দিনে গিয়ে দিনে ফেরা যায় সিলেট শহর থেকে। তাই সিলেট শহরেই থাকতে পারেন। আবার নলজুড়ি উপজেলা সরকারি ডাকবাংলোতে অনুমতি সাপেক্ষে এখানে থাকতে পারেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

পাহাড়-আকাশের মেলবন্ধন বিছানাকান্দি সিলেটে

আপডেট টাইম : ১০:২৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
সিলেটের বিছানাকান্দি থেকে প্রায় ১০০ গজ দূরে থাকা লাল পতাকাগুলো জানান দেয় পাশেই ভারত।
মেঘালয়ের পাহাড় থেকে ছোটবড় পাথরের ওপর দিয়ে ছুটে আসা স্বচ্ছ পানির স্রোতধারা সৃষ্টি করেছে এক মনোরম পরিবেশ, যা হতে পারে ভ্রমণপিপাসুদের জন্য এক আকর্ষণীয় স্থান।
পাথর, পানি, পাহাড় আর আকাশ নিয়েই যেন বিছানাকান্দি। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসতে হবে বিছানাকান্দিতে।
কীভাবে যাবেন বিছানাকান্দিতে
সিলেটে আপনি ট্রেনে বা বাসে করে যেতে পারেন। সিলেট শহরের যেকোনো প্রান্ত থেকে রিজার্ভ করা সিএনজি নিয়ে যেতে হবে হাদার বাজার, ভাড়া নেবে বড়জোর ৫০০ টাকা।
সিলেটের আম্বরখানা থেকেও যাওয়া যায় আলাদাভাবে। সেখানে প্রতি সিএনজিতে চারজন করে নেওয়া হয় হাদার বাজার পর্যন্ত। ভাড়া জনপ্রতি ৮০ টাকা। সময় লাগবে দেড় ঘণ্টার মতো। হাদার বাজার নেমে নৌকা ঠিক করতে হবে বিছানাকান্দি পর্যন্ত। ভাড়া নেবে ৪০০-৫০০ টাকা আপডাউন। স্থানীয়রা ইদানীং পর্যটক বেশি দেখে নৌকার কৃত্রিম সংকট সৃষ্টি করে নৌকা ভাড়া বেশি নিচ্ছে।
সে ক্ষেত্রে ৮০০-১০০০ টাকা লাগতে পারে। দামাদামি করে উঠবেন, কারণ হাদার বাজার থেকে বিছানাকান্দির দূরত্ব খুব একটা বেশি নয়। ইঞ্জিনচালিত নৌকায় যেতে সর্বোচ্চ ২০ মিনিট লাগে।
কোথায় থাকবেন
সিলেট শহরে এখন অনেক উন্নতমানের হোটেল রয়েছে। বিছানাকান্দিতে দিনে গিয়ে দিনে ফেরা যায় সিলেট শহর থেকে। তাই সিলেট শহরেই থাকতে পারেন। আবার নলজুড়ি উপজেলা সরকারি ডাকবাংলোতে অনুমতি সাপেক্ষে এখানে থাকতে পারেন।