ঢাকা ০১:০৫ অপরাহ্ন, সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

জনপ্রিয় চলচ্চিত্র সম্পাদকের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • ৭ বার

ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় চলচ্চিত্র সম্পাদক নিশাদ ইউসুফ মারা গেছেন। আজ বুধবার গভীর রাতে নিজ বাড়ি থেকে ৪৩ বছর বয়সী এই ভিডিও এডিটরের মরদেহ উদ্ধার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, চলচ্চিত্র সম্পাদক নিশাদ ইউসুফকে বুধবার ভোরে কোচিতে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। রাত ২টার দিকে কোচির পানামপিল্লি নগরে তার অ্যাপার্টমেন্ট থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ এখনও জানাতে পারেনি পুলিশ।

ফিল্ম এমপ্লয়িজ ফেডারেশন অব কেরালার (এফইএফকেএ) ডিরেক্টরস ইউনিয়ন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নিশাদ ইউসুফের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। চলচ্চিত্র সংস্থাটি বিখ্যাত সম্পাদকের একটি ছবি শেয়ার করেছে এবং মালয়ালম ভাষায় লিখেছে: ‘চলচ্চিত্র সম্পাদক নিশাদ ইউসুফের অপ্রত্যাশিত মৃত্যু, যিনি পরিবর্তিত মালায়ালাম সিনেমার সমসাময়িক ভবিষ্যত নির্ধারণে প্রধান ভূমিকা পালন করেছিলেন, এমন কিছু নয় যা চলচ্চিত্র বিশ্ব দ্রুত মেনে নিতে সক্ষম হবে। এফইএফকেএ ডিরেক্টরস ইউনিয়নের পক্ষ থেকে সমবেদনা।’

স্থানীয় সংবাদমাধ্যম তার মৃত্যুকে সম্ভবত আত্মহত্যা বলে আ্যখা দিচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক নিশ্চয়তা দেওয়া হয়নি। তারা তদন্ত করে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করবে।

নিশাদ ইউসুফ মালয়ালম এবং তামিল সিনেমার একজন জনপ্রিয় চলচ্চিত্র সম্পাদক ছিলেন। তিনি থাল্লুমালা, উন্ডা, ওয়ান, সৌদি ভেলাক্কা এবং আদিওস অ্যামিগোসের মতো উল্লেখযোগ্য ছবিতে কাজ করেছেন। গত বছর তিনি তার সবচেয়ে হাই-প্রোফাইল প্রকল্প, সুরিয়া এবং ববি দেওল অভিনীত প্যান-ইন্ডিয়া চলচ্চিত্র কাঙ্গুভাতে কাজ করেছিলেন। ছবিটি আগামী ১৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনপ্রিয় চলচ্চিত্র সম্পাদকের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৬:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় চলচ্চিত্র সম্পাদক নিশাদ ইউসুফ মারা গেছেন। আজ বুধবার গভীর রাতে নিজ বাড়ি থেকে ৪৩ বছর বয়সী এই ভিডিও এডিটরের মরদেহ উদ্ধার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, চলচ্চিত্র সম্পাদক নিশাদ ইউসুফকে বুধবার ভোরে কোচিতে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। রাত ২টার দিকে কোচির পানামপিল্লি নগরে তার অ্যাপার্টমেন্ট থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ এখনও জানাতে পারেনি পুলিশ।

ফিল্ম এমপ্লয়িজ ফেডারেশন অব কেরালার (এফইএফকেএ) ডিরেক্টরস ইউনিয়ন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নিশাদ ইউসুফের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। চলচ্চিত্র সংস্থাটি বিখ্যাত সম্পাদকের একটি ছবি শেয়ার করেছে এবং মালয়ালম ভাষায় লিখেছে: ‘চলচ্চিত্র সম্পাদক নিশাদ ইউসুফের অপ্রত্যাশিত মৃত্যু, যিনি পরিবর্তিত মালায়ালাম সিনেমার সমসাময়িক ভবিষ্যত নির্ধারণে প্রধান ভূমিকা পালন করেছিলেন, এমন কিছু নয় যা চলচ্চিত্র বিশ্ব দ্রুত মেনে নিতে সক্ষম হবে। এফইএফকেএ ডিরেক্টরস ইউনিয়নের পক্ষ থেকে সমবেদনা।’

স্থানীয় সংবাদমাধ্যম তার মৃত্যুকে সম্ভবত আত্মহত্যা বলে আ্যখা দিচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক নিশ্চয়তা দেওয়া হয়নি। তারা তদন্ত করে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করবে।

নিশাদ ইউসুফ মালয়ালম এবং তামিল সিনেমার একজন জনপ্রিয় চলচ্চিত্র সম্পাদক ছিলেন। তিনি থাল্লুমালা, উন্ডা, ওয়ান, সৌদি ভেলাক্কা এবং আদিওস অ্যামিগোসের মতো উল্লেখযোগ্য ছবিতে কাজ করেছেন। গত বছর তিনি তার সবচেয়ে হাই-প্রোফাইল প্রকল্প, সুরিয়া এবং ববি দেওল অভিনীত প্যান-ইন্ডিয়া চলচ্চিত্র কাঙ্গুভাতে কাজ করেছিলেন। ছবিটি আগামী ১৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।