সীমান্ত দিয়ে বাংলাদেশিদের পশ্চিমবঙ্গে প্রবেশের জন্য বিএসএফকে দায়ী করলেন প্রদেশের মুখ্যমন্ত্রী মমতা মুখোপাধ্যায়।তিনি বলেছেন, বিএসএফের সহায়তায় অনুপ্রবেশ করছে বাংলাদেশিরা আর এর দায় দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ওপর। তিনি বলেন, বিএসএফকে পার করে সিতাই, চোপড়া হয়ে ভারত ঢুকছে বাংলাদেশিরা। আমরা সেটা জানি। সীমান্ত তো বিএসএফের নিয়ন্ত্রণে। ’
মমতা আরও বলেন, ‘যদি কেউ মনে করে থাকেন তারা বাংলায় ঢুকে তৃণমূলের বদনাম করবে। তাহলে শুনে রাখুন, তৃণমূল কংগ্রেস এমন কিছু চায় না। বিএসএফের ভুলের দায় তৃণমূলের ওপর চাপাবেন না।’
এক সংবাদ সম্মেলনে বিএসএফ মহাপরিচালক রাজিব কুমারকে তিনি আহ্বান জানান যেন তদন্ত করে দেখা হয় যে আসলেই অনুপ্রবেশকারীদের সাহায্য করছে নাকি বিএসএফ।
মমতার এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। দলটির নেতা অনির্বাণ গাঙুলি বলেন, ‘একমাত্র মমতা ব্যানার্জিই বিএসএফের সমালোচনা করেছেন। সমস্যা আসলে তার এবং অভিষেক ব্যানার্জির। মাদক ও মানবপাচার চক্র ও এর হোতাদের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে বিজেপি। সেটাই বোধহয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাদের। আমরা তাদের অনুরোধ করবো যেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তারা বিএসএফকে সহায়তা করে।’