পাকিস্তান খাইবার পাখতুনখোয়া প্রদেশের খুররাম জেলায় শিয়া-সুন্নি সংঘাত থামছেই না।দুই বিরোধী গোষ্ঠীর মধ্যে ‘যুদ্ধবিরতি’ হলেও থেমে থেমে সেখানে সংঘাতের ঘটনা ঘটছে। সর্বশেষ গুলির ঘটনায় আহত হয়েছেন খুররামের জেলা প্রশাসক।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, শহরের বাগান এলাকায় গুলিতে আহত হয়েছেন ডেপুটি কমিশনার জাবেদুল্লাহ মেহসুদ। সম্প্রতি হওয়া শান্তিচুক্তির কয়েকদিনের মধ্যে এই গুলির ঘটনা ঘটল।
জেলা কর্তৃপক্ষের কার্যালয় থেকে বলা হয়, প্রশাসকসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন পুলিশ সদস্য, একজন অফিস কর্মকর্তা ও তিনজন বেসামরিক রয়েছেন।
সংবাদমাধ্যমটি জানায়, দুইপক্ষের মধ্যে শান্তিচুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই কমিশনার। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাইবার পাখতুনখোয়ার সরকারের মুখপাত্র ব্যারিস্টার মুহাম্মদ সাইফ জানিয়েছেন, জাবেদুল্লাহ মেহসুদ এখন শঙ্কামুক্ত রয়েছেন।