ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বিশ্বের সঙ্গে নতুনভাবে কূটনৈতিক সম্পর্ক তৈরি করছে সিরিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ৫ বার

সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী আসাদ সেইবানিকাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।  কাতার জানিয়েছে, তারা চায় সিরিয়ায় গৃহযুদ্ধের অবসান ঘটুক। সিরিয়া ফের একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হোক। আর সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আসাদ সরকারের আমলে যুক্তরাষ্ট্র সিরিয়ার উপর যে নিষেধাজ্ঞাগুলি চাপিয়েছিল, তা যেন এবার তুল নেয়া হয়। কাতার যেন এবিষয়ে মধ্যস্থতা করে।

বিশ্বের সঙ্গে সিরিয়ার নতুন কূটনৈতিক সম্পর্ক তৈরি করতেই হয়তো কাতারে আলোচনা করতে গিয়েছেন সিরিয়ার নতুন শাসকেরা। মাত্র দুই সপ্তাহ আগে সিরিয়ায় ক্ষমতা দখল দখল করেছে বিদ্রোহী দল এইচটিএস। দীর্ঘ দিনের বাসার আল-আসাদের সরকারের পতন হয়েছে। আসাদের সঙ্গে রাশিয়া এবং ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ক্ষমতায় এসেই যেভাবে কাতারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির কথা বলল সিরিয়ার বর্তমান শাসক, তা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

বিশেষজ্ঞেরা মনে করছেন, আসাদের আমলে বিশ্ব রাজনীতিতে সিরিয়ার যে কূটনৈতিক অবস্থান ছিল, এবার তা ১৮০ ডিগ্রি ঘুরে যুক্তরাষ্ট্রের দিকে যাবে। কাতারে গিয়ে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সেই ইঙ্গিতই দিচ্ছে।

তারা সরাসরি যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলির সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা চালাচ্ছে। এর ফলে তারা যে বিদেশি সাহায্য আরও অনেকটা বাড়াতে পারবে, সে কথাও প্রায় খোলাখুলি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। কাতারের সঙ্গে সিরিয়া ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চায় বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, পরিকাঠামোর উন্নতির জন্য কাতারের সাহায্য প্রয়োজন।

গতকাল রবিবার বৈঠকের পর কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, সিরিয়ার নতুন প্রশাসনকে তারা স্বাগত জানাচ্ছে। সিরিয়ার মন্ত্রীরা ইতিমধ্যেই তাদের উপর থেকে যুক্তরাষ্ট্রের একাধিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। সিরিয়াও বিষয়টি স্বীকার করেছে। বলা হয়েছে, গৃহযুদ্ধের ফলে ৯০ শতাংশ সিরিয়ার মানুষ দারিদ্রসীমার নিচে চলে গেছেন। তাদের কোনো আয় নেই। অনেকের বাড়ি যুদ্ধে ধসে গেছে।

সিরিয়ার অর্থমন্ত্রী জানিয়েছেন, সরকারি কাজের ক্ষেত্রে সকলের বেতন ৪০০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

চ্যাম্পিয়নস ট্রফিতে একসাথে সাকিব-তামিম

বিশ্বের সঙ্গে নতুনভাবে কূটনৈতিক সম্পর্ক তৈরি করছে সিরিয়া

আপডেট টাইম : ০৫:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী আসাদ সেইবানিকাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।  কাতার জানিয়েছে, তারা চায় সিরিয়ায় গৃহযুদ্ধের অবসান ঘটুক। সিরিয়া ফের একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হোক। আর সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আসাদ সরকারের আমলে যুক্তরাষ্ট্র সিরিয়ার উপর যে নিষেধাজ্ঞাগুলি চাপিয়েছিল, তা যেন এবার তুল নেয়া হয়। কাতার যেন এবিষয়ে মধ্যস্থতা করে।

বিশ্বের সঙ্গে সিরিয়ার নতুন কূটনৈতিক সম্পর্ক তৈরি করতেই হয়তো কাতারে আলোচনা করতে গিয়েছেন সিরিয়ার নতুন শাসকেরা। মাত্র দুই সপ্তাহ আগে সিরিয়ায় ক্ষমতা দখল দখল করেছে বিদ্রোহী দল এইচটিএস। দীর্ঘ দিনের বাসার আল-আসাদের সরকারের পতন হয়েছে। আসাদের সঙ্গে রাশিয়া এবং ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ক্ষমতায় এসেই যেভাবে কাতারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির কথা বলল সিরিয়ার বর্তমান শাসক, তা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

বিশেষজ্ঞেরা মনে করছেন, আসাদের আমলে বিশ্ব রাজনীতিতে সিরিয়ার যে কূটনৈতিক অবস্থান ছিল, এবার তা ১৮০ ডিগ্রি ঘুরে যুক্তরাষ্ট্রের দিকে যাবে। কাতারে গিয়ে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সেই ইঙ্গিতই দিচ্ছে।

তারা সরাসরি যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলির সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা চালাচ্ছে। এর ফলে তারা যে বিদেশি সাহায্য আরও অনেকটা বাড়াতে পারবে, সে কথাও প্রায় খোলাখুলি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। কাতারের সঙ্গে সিরিয়া ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চায় বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, পরিকাঠামোর উন্নতির জন্য কাতারের সাহায্য প্রয়োজন।

গতকাল রবিবার বৈঠকের পর কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, সিরিয়ার নতুন প্রশাসনকে তারা স্বাগত জানাচ্ছে। সিরিয়ার মন্ত্রীরা ইতিমধ্যেই তাদের উপর থেকে যুক্তরাষ্ট্রের একাধিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। সিরিয়াও বিষয়টি স্বীকার করেছে। বলা হয়েছে, গৃহযুদ্ধের ফলে ৯০ শতাংশ সিরিয়ার মানুষ দারিদ্রসীমার নিচে চলে গেছেন। তাদের কোনো আয় নেই। অনেকের বাড়ি যুদ্ধে ধসে গেছে।

সিরিয়ার অর্থমন্ত্রী জানিয়েছেন, সরকারি কাজের ক্ষেত্রে সকলের বেতন ৪০০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।