ইসরাইলের পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। স্থানীয় সময় বুধবার এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স, আনাদোলু এজেন্সিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার পার্লামেন্ট থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী। ইসরাইলের নিরাপত্তা পরিস্থিতি এবং সরকারের বিতর্কিত নীতি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরানোর দুমাসেরও কম সময়ের মধ্যে এ ঘোষণা আসল।
টেলিভিশনে দেওয়া ভিডিও বার্তায় গ্যালান্ট বলেছেন, ‘যুদ্ধক্ষেত্রের মতো জনসেবার ক্ষেত্রেও মাঝেমধ্যে স্থির হয়ে পরিস্থিতি মূল্যায়ন করা ও লক্ষ্য অর্জনের জন্য একটি দিক বেছে নেওয়া প্রয়োজন।’
নেসেট (পার্লামেন্ট) স্পিকারকে নিজের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করবেন জানিয়ে সাবেক প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘এটি পাবলিক সার্ভিসে তার ৪৫ বছরের কর্মজীবনের বৃহত্তর যাত্রার একটি অংশ। তবে তা এখনো শেষ হয়নি।’
পদত্যাগ সত্ত্বেও লিকুদ পার্টির প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে গ্যালান্ট বলেন, ‘লিকুদের পথই আমার পথ।’
গাজায় যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের মতপার্থক্যের কারণে গ্যালান্টকে গত নভেম্বরে বরখাস্ত করেছিলেন নেতানিয়াহু। তবে নির্বাচিত পার্লামেন্ট সদস্য হিসেবে নেসেটে নিজের আসন ধরে রেখেছিলেন তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সালের মার্চ মাসে সুপ্রিম কোর্টের ক্ষমতা কমানোর উদ্দেশ্যে গৃহীত একটি বিতর্কিত সরকারি পরিকল্পনা স্থগিত করার আহ্বান জানানোর পর গ্যালান্টকে বরখাস্ত করেন নেতানিয়াহু। এতে গণবিক্ষোভ শুরু হয় ও নেতানিয়াহু তার সিদ্ধান্ত প্রত্যাহার করেন।
গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্যালান্ট, নেতানিয়াহু ও এক হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। অবশ্য এই পরোয়ানা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।