মদ্যপ অবস্থায় বিদ্যুতের তারে শুয়ে পড়লেন এক যুবক। আরও মদ খাওয়ার জন্য টাকা না মেলায় অভিমান করে তিনি এই কাজ করেন বলে জানান। ভারতের অন্ধ্যপ্রদেশে ঘটেছে এই ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, তারে শুয়ে পড়ার খবর জানতে পেরে সংযোগ বিচ্ছিন্ন করে দেন বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা।
সংবাদমাধ্যমটি জানায়, মূলত আরও মদ্যপানের জন্য মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে এই কাণ্ড ঘটায় সে।স্থানীয়দের ডাকাডাকিতে একপর্যায়ে ওপর থেকে নিচে নেমে আসে সেই যুবক। গতকাল বুধবার বছরের প্রথম দিনে ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
তবে ঘটনাটি গত ৩১ ডিসেম্বরের। প্রদেশের পার্বতীপুরম মান্যম জেলার পালাকোন্ডা মন্ডলের এম সিঙ্গাপুরম গ্রামে এক মদ্যপ ব্যক্তি একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠে তারের ওপর শুয়ে পড়ে। তবে সতর্ক গ্রামবাসীরা সময়মতো বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ায় সেখানে কোনও বিপর্যয় ঘটেনি। মাতাল ওই ব্যক্তির নাম কে ভেঙ্কন্না। তার মা তাকে তার সামাজিক নিরাপত্তা পেনশনের টাকা দিতে অস্বীকার করার পরে গত ৩১ ডিসেম্বর সে এই কাণ্ড ঘটায়। মূলত নববর্ষ উদযাপনের সময় আরও মদ খাওয়ার জন্য ওই ব্যক্তি তার মায়ের কাছে অর্থ চেয়েছিলেন বলে জানা গেছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভেঙ্কন্নার বিরুদ্ধে মামলা দায়ের করে।