বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন চিত্রনায়িকা শিরিন শিলা। হবু বরের নাম আবিদুল মহাইমিন সাজিল। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরোয়া আয়োজন রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে তাদের বিয়ে অনুষ্ঠানিকা সম্পন্ন হবে বলে জানিয়েছেন নায়িকা নিজেই।
তার কথায়, ‘আমাদের সম্পর্ক ৬ বছরের। মজার বিষয় হলো ৬ বছর আগে ১০ অক্টোবরে আমাদের পরিচয় হয়। আর এই ১০ অক্টোবরেই আমরা বিয়ে করছি। আপাতত ঘরোয়া আয়োজনে বিয়েটা হচ্ছে। খুব শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
এদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে শিরিন শিলা অভিনীত ‘জিম্মি’ সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল। সিনেমার বিভিন্ন চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ। মুক্তির অপক্ষোয় আছে শিরিনি শিলা অভিনীত বেশ ক’টি সিনেমা।