ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বাংলা ও ইংরেজিতে আসছে ‘এই অবেলায় ২

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • ২৩ বার

২০১৯ সালের মে মাসে ‘এই অবেলায়’ দিয়ে নতুন করে জেগে উঠেছিল ব্যান্ড শিরোনামহীন। নতুন ভোকাল নিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে যখন হিমশিম খাচ্ছিল দলটি, তখন এই অবেলায় গানটি ছিল শিরোনামহীনের জন্য অক্সিজেনের মতো। প্রায় পাঁচ বছর পর এ গানের সিকুয়াল ‘এই অবেলায় ২’ নিয়ে আসছে শিরোনামহীন। বাংলার পাশাপাশি তৈরি হয়েছে গানটির ইংরেজি ভার্সন। এই প্রথম শ্রোতাদের জন্য ইংরেজি গান নিয়ে আসছে ব্যান্ডটি। এটি শিরোনামহীনের পঞ্চম অ্যালবাম বাতিঘরের পঞ্চম গান।

এই অবেলায় ২ গানটি লিখেছেন শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান, সুর করেছেন ব্যান্ডের ড্রামার কাজী আহমাদ শাফিন। ভিডিও নির্দেশনাও দিয়েছেন তিনি। শুটিং হয়েছে থাইল্যান্ডে। নতুন এই গান নিয়ে জিয়াউর রহমান বলেন, ‘এই অবেলায় প্রকাশের পর শ্রোতামহলে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল। গানটির আরেকটি সিকুয়াল হোক, সেটা সবাই চাইছিল। এর আগে আমাদের প্রথম অ্যালবামের হাসিমুখ গানের বেলায়ও এমনটা হয়েছিল। এই অবেলায় নিয়ে শ্রোতাদের ব্যাপক চাহিদা আমরা টের পাচ্ছিলাম। বাতিঘর অ্যালবামের পরিকল্পনার সময় তাই পরিকল্পনা সাজালাম গানটির সিকুয়াল নিয়ে। মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত আছে গানটি। ভিডিও ধারণ করা হয়েছে থাইল্যান্ডের কো খাম, কো মাখ ও কো চ্যাং আইল্যান্ডে। দারুণ একটা গল্প আছে গানের ভিডিওতে। মডেল হয়েছেন নীল হুরেজাহান।’

এই অবেলায় ২-এর ইংরেজি ভার্সন নিয়ে জিয়া বলেন, ‘এই প্রথম আমরা ইংরেজি গান করলাম। প্রথম গানটি বিদেশি ভাষার মানুষও পছন্দ করেছে। ইউটিউব চ্যানেলে অনেক মন্তব্য দেখেছি ইংরেজি, স্প্যানিশসহ বিভিন্ন ভাষায় লেখা, ‘আমি গানের ভাষা বুঝতে পারছি না। কিন্তু গানটির সুর খুব ভালো লাগছে।’ ওই জায়গা থেকেই এই অবেলায় ২-এর ইংরেজি ভার্সন করা। পৃথিবীর অন্যতম জনপ্রিয় ভাষা ইংরেজি। তাই ইংরেজি ভাষা বেছে নেওয়া। অ্যালবামের ‘জানে না কেউ’ গানটিরও ইংরেজি ভার্সন তৈরি করা হয়েছে।’মোট চারটি ভার্সনে প্রকাশ পাবে এই অবেলায় ২। বাংলা ও ইংরেজি ভাষার মূল মিউজিক ভিডিওর সঙ্গে ব্যান্ড সদস্যের পারফরম্যান্স দিয়ে তৈরি হয়েছে একটি ভিডিও। আরেকটি তৈরি হয়েছে লিরিক্যাল ভিডিও। পর্যায়ক্রমে ভিডিওগুলো ব্যান্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানান জিয়া।

গান প্রস্তুত থাকলেও স্পনসরের অভাবে মুক্তির তারিখ ঘোষণা করতে পারছে না শিরোনামহীন। স্পনসর পেয়ে গেলে চলতি মাসেই গানটি মুক্তি দিতে চায় তারা। এ বিষয়ে জিয়ার ভাষ্য, ‘গানটির জন্য এখন স্পনসরশিপের অপেক্ষায় আছি। বাস্তবিক অর্থে স্পনসর ছাড়া এত বিশাল আয়োজনের একটি গান প্রকাশ করা কোনো ব্যান্ডের পক্ষে সম্ভব নয়। স্পনসর পেলেই এই অবেলায় ২ রিলিজ করে দেব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাংলা ও ইংরেজিতে আসছে ‘এই অবেলায় ২

আপডেট টাইম : ১১:২০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

২০১৯ সালের মে মাসে ‘এই অবেলায়’ দিয়ে নতুন করে জেগে উঠেছিল ব্যান্ড শিরোনামহীন। নতুন ভোকাল নিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে যখন হিমশিম খাচ্ছিল দলটি, তখন এই অবেলায় গানটি ছিল শিরোনামহীনের জন্য অক্সিজেনের মতো। প্রায় পাঁচ বছর পর এ গানের সিকুয়াল ‘এই অবেলায় ২’ নিয়ে আসছে শিরোনামহীন। বাংলার পাশাপাশি তৈরি হয়েছে গানটির ইংরেজি ভার্সন। এই প্রথম শ্রোতাদের জন্য ইংরেজি গান নিয়ে আসছে ব্যান্ডটি। এটি শিরোনামহীনের পঞ্চম অ্যালবাম বাতিঘরের পঞ্চম গান।

এই অবেলায় ২ গানটি লিখেছেন শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান, সুর করেছেন ব্যান্ডের ড্রামার কাজী আহমাদ শাফিন। ভিডিও নির্দেশনাও দিয়েছেন তিনি। শুটিং হয়েছে থাইল্যান্ডে। নতুন এই গান নিয়ে জিয়াউর রহমান বলেন, ‘এই অবেলায় প্রকাশের পর শ্রোতামহলে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল। গানটির আরেকটি সিকুয়াল হোক, সেটা সবাই চাইছিল। এর আগে আমাদের প্রথম অ্যালবামের হাসিমুখ গানের বেলায়ও এমনটা হয়েছিল। এই অবেলায় নিয়ে শ্রোতাদের ব্যাপক চাহিদা আমরা টের পাচ্ছিলাম। বাতিঘর অ্যালবামের পরিকল্পনার সময় তাই পরিকল্পনা সাজালাম গানটির সিকুয়াল নিয়ে। মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত আছে গানটি। ভিডিও ধারণ করা হয়েছে থাইল্যান্ডের কো খাম, কো মাখ ও কো চ্যাং আইল্যান্ডে। দারুণ একটা গল্প আছে গানের ভিডিওতে। মডেল হয়েছেন নীল হুরেজাহান।’

এই অবেলায় ২-এর ইংরেজি ভার্সন নিয়ে জিয়া বলেন, ‘এই প্রথম আমরা ইংরেজি গান করলাম। প্রথম গানটি বিদেশি ভাষার মানুষও পছন্দ করেছে। ইউটিউব চ্যানেলে অনেক মন্তব্য দেখেছি ইংরেজি, স্প্যানিশসহ বিভিন্ন ভাষায় লেখা, ‘আমি গানের ভাষা বুঝতে পারছি না। কিন্তু গানটির সুর খুব ভালো লাগছে।’ ওই জায়গা থেকেই এই অবেলায় ২-এর ইংরেজি ভার্সন করা। পৃথিবীর অন্যতম জনপ্রিয় ভাষা ইংরেজি। তাই ইংরেজি ভাষা বেছে নেওয়া। অ্যালবামের ‘জানে না কেউ’ গানটিরও ইংরেজি ভার্সন তৈরি করা হয়েছে।’মোট চারটি ভার্সনে প্রকাশ পাবে এই অবেলায় ২। বাংলা ও ইংরেজি ভাষার মূল মিউজিক ভিডিওর সঙ্গে ব্যান্ড সদস্যের পারফরম্যান্স দিয়ে তৈরি হয়েছে একটি ভিডিও। আরেকটি তৈরি হয়েছে লিরিক্যাল ভিডিও। পর্যায়ক্রমে ভিডিওগুলো ব্যান্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানান জিয়া।

গান প্রস্তুত থাকলেও স্পনসরের অভাবে মুক্তির তারিখ ঘোষণা করতে পারছে না শিরোনামহীন। স্পনসর পেয়ে গেলে চলতি মাসেই গানটি মুক্তি দিতে চায় তারা। এ বিষয়ে জিয়ার ভাষ্য, ‘গানটির জন্য এখন স্পনসরশিপের অপেক্ষায় আছি। বাস্তবিক অর্থে স্পনসর ছাড়া এত বিশাল আয়োজনের একটি গান প্রকাশ করা কোনো ব্যান্ডের পক্ষে সম্ভব নয়। স্পনসর পেলেই এই অবেলায় ২ রিলিজ করে দেব।’