বগুড়ার কাহালুতে আবদুল বাছেদ (৬০) নামে এক মুদি ব্যবসায়ীকে দু’পায়ের রগ ও গলাকেটে হত্যা করা হয়েছে। রোববার রাতে উপজেলার নারহট্ট ইউনিয়নের লহরাপাড়া গ্রামে বাড়ির সামনে পাকা দোকান ঘরে এ ঘটনা ঘটে।
সোমবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এর আগে গত ৫ আগস্ট দুর্বৃত্তরা তার দোকান লুট-পাট ও বাড়িতে আগুন দিয়েছিল।
কাহালু থানার ওসি শাহিনুজ্জামান শাহীন জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, নৃশংস হত্যাকাণ্ডের শিকার মুদি ব্যবসায়ী আবদুল বাছেদ উপজেলার নারহট্ট ইউনিয়নের লহরাপাড়া গ্রামের মৃত বসারতুল্লাহর ছেলে। তিনি বাড়ির সামনে পাকা দোকানে মুদি সামগ্রীর ব্যবসা করতেন। রোববার রাত ৯টার দিকে কেনাবেচা শেষে তিনি দোকান ঘরে ঘুমিয়ে পড়েন। রাতের কোন এক সময় দুর্বৃত্তরা দোকান ঘরে ঢুকে গলায় রশি পেঁচিয়ে, দু’পায়ের রগ ও গলাকেটে তাকে হত্যা করে ফেলে যায়। সোমবার সকালে প্রতিবেশিরা টের পেয়ে কাহালু থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবদুল বাছেদের লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠায়।
কাহালুর নারহট্ট ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহিম ও গ্রামবাসীরা জানান, নিহত বাসেদের ছেলে রোস্তমের সঙ্গে গ্রামের একটি পক্ষের নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর সন্ধ্যার দিকে দুর্বৃত্তরা বাসেদের দোকান লুটপাট ও বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
গ্রামবাসীদের ধারণা, পূর্ব শত্রুতার জেরে ওই দুর্বৃত্তরাই মুদি দোকানি বাসেদকে গলা ও পায়ের রগ কেটে হত্যা করেছে।
কাহালু থানার ওসি শাহিনুজ্জামান শাহীন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘাতককে শনাক্ত করতে তদন্ত চলছে। দুপুর পর্যন্ত মামলা হয়নি।