সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, সাংবিধানিক শাসন রাষ্ট্রীয় ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। আর সাংবিধানিক শাসন প্রতিষ্ঠা করার জন্য ষোল কোটি মানুষকে অংশগ্রহণ করতে হবে। তাহলে মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি, নিজের মালিকানার ক্ষমতা প্রয়োগ করতে পারবে তারা।
সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রখ্যাত সংবিধান আইনজ্ঞ প্রয়াত মাহমুদুল ইসলাম স্মরণে সাংবিধানিক শাসন ও বাংলাদেশ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাঙলার পাঠশালা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, আইন বিভাগের চেয়ারম্যান ড. বোরহান উদ্দীন, অধ্যাপক ড. শাহনাজ হুদা প্রমুখ।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, সংবিধানের মূলে যাওয়ার চেষ্টা করেছিলেন মাহমুদুল ইসলাম। তিনি সংবিধানের শব্দের পেছনের অর্থ কি ছিল তা বোঝার চেষ্টা করতেন। আইনজীবী হিসেবে তার সততা ও মুগ্ধতা ছিল অনুকরণীয়।