দিনে দিনে তথ্য-প্রযুক্তির প্রসার ঘটছে। তথ্য-প্রযুক্তির আধুনিক ছোঁয়ায় একেবারে স্বল্প সময়ে সেবা পাচ্ছে মানুষ। ঘরে বসে বিশ্ব ভ্রমণ করতে এখন আর অসুবিধা হচ্ছে না।
এবার এমনই এক প্রযুক্তি চলে এসেছে যা শুনলে আপনিও অবাক হবেন। অ্যাপভিত্তিক যাতায়াত সেবাদানকারী প্রতিষ্ঠান ‘চলো’ দিচ্ছে ১ মিনিটে রেজিস্ট্রেশন আর ৩০ মিনিটেই গাড়ি সার্ভিস।
রেজিস্ট্রেশনের ৩০ মিনিটের মাথায় আপনার দুয়ারে পৌঁছে
যাবে গাড়ি। চলো টেকনোলোজি লিমিটেড তথ্য-প্রযুক্তিভিত্তিক গাড়ি সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান, যার লক্ষ্য হচ্ছে নিরাপত্তা এবং স্বস্তি সহকারে গ্রাহকদের সর্বাধিক সেবা নিশ্চিত করে
গন্তব্যস্থলে পৌঁছে দেয়া।
এ সেবা পেতে প্রথমে আপনাকে মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটের মাধ্যমে স্মার্টফোনে ইন্সটল করে নিতে হবে অ্যাপ। এরপর রেজিস্ট্রেশন করতে হবে।
এজন্য ফোন নম্বর এবং যেকোনো একটি ফটো আইডি প্রয়োজন হবে। এরপর খুব সহজেই গাড়ির জন্য অনুরোধ করতে পারবেন। আপনার অনুরোধে মাত্র ৩০ মিনিটের মধ্যেই হাজির হয়ে যাবে গাড়ি!
চলোর সেবা ‘সেডান’ এর আওতায় থাকছে এক্স করোলা, এক্সিও, এলিয়ন, প্রিমিও ইত্যাদি গাড়ির সেবা। ১ হাজার ৪৯০ টাকায় ৪ ঘণ্টা এবং ২ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে ১০ ঘণ্টার জন্য গাড়ি।
বর্তমানে ঢাকা এবং ঢাকার আশপাশের জেলায় অবস্থিত গ্রাহকরাই পাচ্ছেন চলোর এই দারুণ সেবা।