নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ “শিশুরাই রত্ন, করবো যত্ন” এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোণার মদনে আদিবাসী উন্নয়ন সংস্থা (আউস) এর উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক বাস্তবায়নাধীন সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান (আইসিবিসি) প্রকল্পের আওতায় শিশুযত্ন কেন্দ্রের যত্নকারীদের সপ্তাহব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু।
বুধবার (২৬ জুন) উপজেলার হাঁসকুড়ী মৈধাম শহীদ আব্দুল কদ্দুস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নায়েকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। পর্যায়ক্রমে ১৭১ জন শিশু যত্নকারী ও ১৭১ সহ-যত্নকারী প্রশিক্ষণে অংশগ্রহণ করবে। এ ধাপে এই সপ্তাহে ৫০ জন প্রশিক্ষণ নিচ্ছেন।
আদিবাসী উন্নয়ন সংস্থা’র নেত্রকোণা জেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর এডওয়ার্ড মুরমু জানান, মদন উপজেলায় ১৭১ টি শিশু যত্নকারী কেন্দ্র খোলা হবে। প্রতি কেন্দ্রে ১ যত্নকারী ও ১ সহ-যত্নকারী যেখানে শিশুদের সার্বিক বিষয়ে যত্ন নেওয়া হবে ও মায়েদের শিশুর মৌলিক বিষয়ে পরামর্শ দেওয়া হবে।