নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ ‘মদনে এক বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি শূন্য’ শিরোনামে গতকাল বুধবার হাওর বার্তায় সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার (০৯ মে) মদন উপজেলার পদমশ্রী এ.ইউ.খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। আগামী ১৪ই মে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার বেহাল দশার কারণ উল্লেখ করে সুস্পষ্ট ব্যাখ্যা দেয়ার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল বারী জানান, হাওর বার্তাসহ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে এসেছে। শিক্ষক-শিক্ষার্থীর অনুপস্থিতসহ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা বেহাল দশার বিষয়ে স্পস্ট ব্যাখ্যা দেওয়ার জন্য প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী এ.ইউ.খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে প্রায় ৫৬০ জন। শিক্ষক কর্মচারী রয়েছে ১৬ জন। কিন্তু ৫৬০ জন শিক্ষার্থীর মধ্যে একজন শিক্ষার্থীও বিদ্যালয়ে উপস্থিত থাকেনা। শিক্ষক-কর্মচারীরাও সময় মতো আসে না। যারা আসেন তারাও অফিস রুমে বসে আড্ডায় ব্যস্থ থাকেন। কোনো কোনো শিক্ষক আবার অফিস রুমে বসে মনের সুখে ধূমপান করেন। বিগত কয়েক বছর ধরেই শিক্ষার বেহাল অবস্থা বিদ্যালয়টিতে।
অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও রাজনৈতিক প্রভাবের ফলে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ধংস হয়ে যাচ্ছে। এ নিয়ে শিক্ষার্থী অভিভাবক ও এলাকার সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে বিদ্যালয়ে গেলে দেখা যায়, জাতীয় পতাকা উড়ছে। নিচতলার স্টাফ রুমে একজন নারী কর্মচারী শুয়ে ঘুমিয়ে আছেন। পাশেই একজন শিক্ষক এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়াচ্ছেন। দ্বিতীয় তলার অফিস রুমে ৪/৫ জন শিক্ষক আড্ডায় ব্যস্থ। শিক্ষক স্টাফ রুমে দুইজন শিক্ষক বসে মনের সুখে গল্প করছেন আর সিগারেট খাচ্ছে। কিন্তু বিদ্যালয়ে একজন শিক্ষার্থীও উপস্থিত নেই। এ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করে “হাওর বার্তা”।