বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, সরকারের মধ্যে জঙ্গি রয়েছ। আর সরকার ও পার্লামেন্টের মধ্যে যে কয়জন জঙ্গি আছে ইনু (তথ্যমন্ত্রী) তাদের মধ্যে এক নম্বর। বঙ্গবন্ধুকে হত্যার পরে ট্যাংক-কামানের ওপরে দাঁড়িয়ে বাংলাদেশের পতাকা নিয়ে যে নেচেছিল, তার চেয়ে বড় জঙ্গি আর কে হতে পারে?
শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে উচ্চ আদালতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজা হওয়ার প্রতিবাদে জাতীয়তাবাদী বন্ধু দল ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জঙ্গি, জঙ্গিবাদ আপনারা এনেছেন এই দেশে। কারণ, ইনু জঙ্গি। সে আজকে বঙ্গবন্ধুর কন্যার (শেখ হাসিনা) মন্ত্রিসভার সদস্য। আরেকজন আছেন, যিনি বলেছিলেন- বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ঢোল বানাবো আর হাড্ডি দিয়ে ডুগডুগি বাজাবো। এই কথা বলার পরেও তাকে মন্ত্রিসভায় রাখা হয়।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে তিনি বলেন, বঙ্গবন্ধুর মেয়ে আপনি। অথচ ওই সমস্ত কুলাঙ্গারদের আপনার মন্ত্রিসভায় রেখেছেন। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না।