গত শনিবার তৃতীয়বারের মতো বৈঠকে বসে পিএমএল-এন ও পিপিপি। মতৈক্যে পৌঁছতে ব্যর্থ দল দুটির নেতারা ক্ষমতা ভাগাভাগি নিয়ে আজ সোমবার আবারও বৈঠক করবেন।
জনরায় মেনে নেওয়ার আহ্বান জানিয়ে ওমর আইয়ুব বলেন, ‘যেসব দল ৪০টিরও বেশি আসন জিততে পারেনি, তাদের জনগণের কথা শুনতে হবে।
পিপিপির প্রেসিডেন্ট প্রার্থী জারদারি
গতকাল সিন্ধু প্রদেশের থাট্টা শহরে এক সমাবেশে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, ‘দেশে ছড়িয়ে পড়া অস্থিরতা নিয়ন্ত্রণ করতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রেসিডেন্ট নির্বাচনে আমাদের প্রার্থী হবেন আসিফ আলী জারদারি।’
এ সময় রাজনৈতিক দলগুলোকে নিয়মের মধ্যে থাকতে এবং দেশের উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানান বিলাওয়াল। বিলাওয়াল বলেন, “আমাকে বলা হয়েছিল, পিএমএল-এনের নেতা প্রথম তিন বছর প্রধানমন্ত্রিত্ব করবেন, বাকি দুই বছর আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করব। তবে আমি ‘না’ বলে দিয়েছি। আমি এভাবে প্রধানমন্ত্রী হতে চাই না। আমি তখনই প্রধানমন্ত্রী হব, যখন পাকিস্তানের জনগণ আমাকে নির্বাচিত করবে।”
বিরোধী দলে যেতে প্রস্তুত পিএমএল-এন
পিএমএল-এনের নেতা খাজা আসিফ দাবি করেছেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য তাঁর দল বিরোধী দলে যেতে প্রস্তুত রয়েছে।
রাওয়ালপিন্ডি কমিশনারের আত্মসমর্পণ
নির্বাচনে কারচুপি নিয়ে বিস্ফোরক মন্তব্য করার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন রাওয়ালপিন্ডির আলোচিত কমিশনার লিয়াকত আলী চাতা। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, কমিশনারকে গ্রেপ্তার করা হয়নি, কারণ তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। অভিযোগ ওঠার পর তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে।
বেলুচিস্তানে ধর্মঘট
ভোট কারচুপির প্রতিবাদে বেলুচিস্তানে ধর্মঘট পালন করেছে বিএনপি, পশতুনখোয়া মিল্লি আওয়ামী পার্টি, হাজারা ডেমোক্রেটিক পার্টি ও ন্যাশনাল পার্টি। এ সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ থাকে।