জর্ডানের সীমান্ত এলাকায় ড্রোন হামলায় ৩৭ মার্কিন সেনা হতাহতের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ মার্কিন সেনা নিহত ও ৩৪ সেনা আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় সময় রবিবার সিরিয়া লাগোয়া জর্ডানের সীমান্ত এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
এদিকে এই হামলার পর চরম প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সিরিয়া লাগোয়া জর্ডানের সীমান্ত এলাকায় এই হামলার জন্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে জনগণকে আশ্বস্ত করে বাইডেন বলেন, এই হামলার কঠিন জবাব দেবে যুক্তরাষ্ট্র। একই আভাস দিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
তবে, একে বাইডেন প্রশাসনের দুর্বলতা ও আত্মসমর্পণের নজির বলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রবিবার সকালে সিরিয়া ঘেঁষা জর্ডানের সীমান্ত এলাকায় মার্কিন সামরিক ঘাঁটি-টাওয়ার টোয়ান্টি টু লক্ষ্য করে ড্রোন হামলা হয়। আহতদের ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য জর্ডানের বাইরে পাঠানো হয়েছে। আহতদের বেশিরভাগই মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। চলতি মাসে ইরাকেও এধরনের হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা গুরুতর আহত হন।
৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের আগ্রাসন শুরুর পর ইরাক, সিরিয়া ও লোহিত সাগরে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলার ধারাবাহিকতায় এবারই প্রথম কোন মার্কিন সেনা নিহত হলো।