ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দেশের বর্তমান জনসংখ্যার হিসাব জানালেন প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬
  • ২৩৬ বার

দেশের বর্তমান জনসংখ্যা কত তার হিসাব জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক। তিনি জানান, দেশে বর্তমান জনসংখ্যা প্রায় ১৬ কোটি ১০ লাখ।

এই জনগোষ্ঠীর তিন ভাগের এক ভাগই হলো কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জাহিদ মালিক জানান, দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য নানা কর্মসূচি নেয়া হয়েছে। জনসংখ্যা বৃদ্ধি রোধে পরিবার পরিকল্পনা প্রকল্প আরো জোরদার

করা হবে। পাশাপাশি গণমাধ্যমেও ব্যাপক প্রচারণার উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি জানান, আগামী প্রজন্মকে জনসংখ্যা বৃদ্ধি রোধে সচেতন করে তুলতে স্কুল-কলেজে বিভিন্ন প্রকল্প গ্রহণের পরিকল্পনা করছে সরকার।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছর ১১ জুলাই জনসংখ্যা দিবস পালন করা হয়। কিন্তু চলতি বছর ঈদুল ফিতরের ছুটি থাকায় তা সম্ভব হয়নি।

তিনি জানান, এ জন্য ২১ জুলাই দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওইদিন ওসমানী স্মৃতি মিলানায়তনে বেলা ১১টায় বিশ্ব জনসংখ্যা দিবসের উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিধি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলে জানান তিনি।

জাহিদ মালিক জানান, বাংলাদেশে বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার ২ দশমিক ৩ শতাংশ। এটি আগামী পাঁচ বছরের মধ্যে ২ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করা হবে।

মন্ত্রীদের ওপর জঙ্গি হামলার আশঙ্কার বিষয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক বলেন, আমরা চিন্তিত নই, ভীতও নই। আমি কোনো এসএমএস পায়নি। তবে খবরটি পত্রিকার মাধ্যমে জেনেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

দেশের বর্তমান জনসংখ্যার হিসাব জানালেন প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৩৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬

দেশের বর্তমান জনসংখ্যা কত তার হিসাব জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক। তিনি জানান, দেশে বর্তমান জনসংখ্যা প্রায় ১৬ কোটি ১০ লাখ।

এই জনগোষ্ঠীর তিন ভাগের এক ভাগই হলো কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জাহিদ মালিক জানান, দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য নানা কর্মসূচি নেয়া হয়েছে। জনসংখ্যা বৃদ্ধি রোধে পরিবার পরিকল্পনা প্রকল্প আরো জোরদার

করা হবে। পাশাপাশি গণমাধ্যমেও ব্যাপক প্রচারণার উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি জানান, আগামী প্রজন্মকে জনসংখ্যা বৃদ্ধি রোধে সচেতন করে তুলতে স্কুল-কলেজে বিভিন্ন প্রকল্প গ্রহণের পরিকল্পনা করছে সরকার।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছর ১১ জুলাই জনসংখ্যা দিবস পালন করা হয়। কিন্তু চলতি বছর ঈদুল ফিতরের ছুটি থাকায় তা সম্ভব হয়নি।

তিনি জানান, এ জন্য ২১ জুলাই দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওইদিন ওসমানী স্মৃতি মিলানায়তনে বেলা ১১টায় বিশ্ব জনসংখ্যা দিবসের উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিধি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলে জানান তিনি।

জাহিদ মালিক জানান, বাংলাদেশে বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার ২ দশমিক ৩ শতাংশ। এটি আগামী পাঁচ বছরের মধ্যে ২ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করা হবে।

মন্ত্রীদের ওপর জঙ্গি হামলার আশঙ্কার বিষয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক বলেন, আমরা চিন্তিত নই, ভীতও নই। আমি কোনো এসএমএস পায়নি। তবে খবরটি পত্রিকার মাধ্যমে জেনেছি।