ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ৩৪ বছর বয়সী গ্যাব্রিয়েল আতালের নাম ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সরকারের রদবদলের অংশ হিসেবে আতালকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
আধুনিক ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ও প্রথম সমকামী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আতাল। এর আগে ১৯৮৪ সালে ৩৭ বছর বয়সী লোরাঁ ফ্যাবিউস ফ্রান্সের প্রধানমন্ত্রী হয়েছিলেন।
এতদিন ফ্রান্সের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন আতাল। সাম্প্রতিক জনমত জরিপে দেশটির অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবেও উঠে এসেছিলেন তরুণ এই নেতা।
গ্যাব্রিয়েলকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এক পোস্টে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ লিখেছেন, আমি জানি, আমি আপনার শক্তি ও প্রতিশ্রুতির ওপর ভরসা করতে পারি।