মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোটের মিশন বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরাক। শুক্রবার (৫ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির কার্যালয়ের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ইরাকে আন্তর্জাতিক জোট বাহিনীর উপস্থিতি স্থায়ীভাবে শেষ করার ব্যবস্থা গ্রহণ করতে সরকার দ্বিপাক্ষিক কমিটির বৈঠক শুরুর তারিখ ঠিক করছে।
বর্তমানে ইরাকে ২ হাজার ৫০০ এবং সিরিয়ায় ৯০০ মার্কিন সেনা অবস্থান করছে। ইসলামিক স্টেটের (আইএস) পুনরুত্থান ঠেকাতে স্থানীয় সেনাবাহিনীকে পরামর্শ এবং সহায়তার অজুহাতে মার্কিন সেনারা সেখানে অবস্থান করছে।
গাজায় ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের একতরফা হামলার জেরে ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাটিগুলোতে হামলা চালায় বেশ কিছু মিলিশিয়া গোষ্ঠী। পরে মার্কিন বাহিনীর পক্ষ থেকেও হামলা করা হয়।
প্রসঙ্গত, ইরাকের রাজধানী বাগদাদে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হামলায় একজন মিলিশিয়া নেতা নিহত হন। এরপর দেশটিতে বিভিন্ন গোষ্ঠীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতেই আসলে মিশনের ব্যাপারে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।