পাকিস্তানে আসন্ন জাতীয় নির্বাচনে এখনো সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল সবচেয়ে জনপ্রিয় অবস্থানে রয়েছে। সাম্প্রতিক এক জরিপের বরাতে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।
দেশজুড়ে পরিচালনা করা ওই জরিপ অনুযায়ী এখনো পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় দল তেহরিক ই ইনসাফ (পিটিআই)। ২০১৮ সালে তারা যখন সর্বশেষ ক্ষমতায় আসে তার চেয়েও এখন জনপ্রিয়তা বেশি। দ্বিতীয় অবস্থানে নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। তবে ধীরে ধীরে দুই দলের ব্যবধান কমে আসছে।
কয়েক মাস আগেই পাঞ্জাবে পিটিআইয়ের সঙ্গে অন্যান্য দলের জনপ্রিয়তার ব্যবধান ছিল ১৫ শতাংশ। এখন সেটা কমে এসেছে ৫ শতাংশে। দেশজুড়ে এখনো এগিয়ে আছে পিটিআই। তবে পাঞ্জাবে ব্যবধান কমিয়ে এনেছে পিএমএল-এন।
জরিপে দেখা যায়, ২০১৮ সালের তুলনায় পিটিআইয়ের জনপ্রিয়তা বেড়েছে আর পিএমএলএন এর জনপ্রিয়তা কমেছে। ধারণা করা হচ্ছে ২০২২ সালের এপ্রিলের আগে কম জনপ্রিয় অবস্থানে থাকার পিএমএল-এন এর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হচ্ছে নওয়াজ শরীফের প্রত্যাবর্তন।
৮ ফেব্রুয়ারি দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সময় আছে পাঁচ সপ্তাহ। রাজনৈতিক দলগুলো এর মধ্যে নিজেদের গ্রহণযোগ্যতা বৃদ্ধির চেষ্টা করছে।
এর আগে গত বছর জুন-জুলাইয়ে গ্যালাপের করা জরিপে দেখা যায়, দেশটির ৩৮ শতাংশ ভোটার পিটিআইকে জোরালো সমর্থন করছেন, ১৬ শতাংশ করছেন পিএমএলএন, ১০ শতাংশ পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), ৯ শতাংশ জেআই, ৬ শতাংশ এমকিউএমপি।
রাজনীতিবিদদের জনপ্রিয়তার জরিপে দেখা যায় গত বছর সবচেয়ে বেশি গ্রহণযোগ্যত ছিল ইমরান খানে। দেশটির ৬০ শতাংশ ভোটার তাকে পছন্দ করেন। এরপর সাদ রিজভি ও পারভেজ এলাহি (৩৮ শতাংশ)। শাহ মেহমুদ কুরেশির জনপ্রিয়তা ৩৭ শতাংশ, নওয়াজ শরীফের ৩৬ শতাংশ, শেহবাজ শরীফের ৩৫ শতাংশ এবং মরিয়ম নওয়াজের ৩০ শতাংশ।
পাঞ্জাবে ইমরান খানের গ্রহণযোগ্যতা ৫৮ শতাংশ, সাদ রিজভির ৪৯, পারভেজ এলাহির ৪৯, শাহ মেহমুদ কুরেশির ৪৩, শেহবাজ শরীফের ৪৩, নওয়াজ শরীফের ৪১ শতাংশ ও মরিয়ম নওয়াজের ৪৭ শতাংশ।