মিধিলির প্রভাবে ৩০ লাখ গ্রাহক এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে দেশের প্রায় ২৮টি পল্লী বিদ্যুৎ সমিতির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে শুক্রবার ৬৭ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। এখনো প্রায় ৩০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্যে এটি জানা যায়।

জানা যায়, ক্ষতিগ্রস্ত ২৮টি স‌মি‌তি‌তে ১২০০‌টি গ্রু‌পে প্রায় ৭০০০ বিদ্যুৎ কর্মীরা লাইন রি‌স্টোর করার কাজ কর‌ছে। আজ শনিবার বিকাল ৫টা নাগাদ প্রায় সকল লাইন চালু করা সম্ভব হ‌বে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ।

ক্ষতিগ্রস্ত এলাকার সকল ৩৩ কেভি ফিডার ও ৩৩/১১কেভি উপকেন্দ্র সচল রয়েছে। বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ দুঃখ প্রকাশ করেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর