নির্বাচন কমিশনের সভা আজ, হতে পরে তফসিল ঘোষণা

হাওর বার্তা ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল উপলক্ষ্যে নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হবে আজ বুধবার (১৫ নভেম্বর)। মঙ্গলবার (১৪ নভেম্বর) কমিশনের দায়িত্বশীল এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, বুধবার সভা অনুষ্ঠিত হবে। পরে জাতির উদ্দেশে দেয়া ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

এর আগে, তফসিলের আগে রেওয়াজ মেনে গত ৯ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল।

এদিকে, তফসিল ঘোষণার সব প্রস্তুতি সেরেছে নির্বাচন কমিশন (ইসি)। রেওয়াজ মেনে ইতোমধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সাক্ষাতও করেছেন ইসি সদস্যরা। সেই সাক্ষাতে রাষ্ট্রপ্রধানকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে অবহিত করা হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর